Ajker Patrika

ব্যাংকে লেনদেন সাড়ে ৪ ঘণ্টা, রোববার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংকে লেনদেন সাড়ে ৪ ঘণ্টা, রোববার বন্ধ

করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে আগামী বৃহস্পতিবার থেকে পরের বুধবার পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। তবে আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। তবে আগামীকাল বুধবার পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে ব্যাংকিং কার্যক্রম। এ ছাড়া আগামী রোববারও ব্যাংক বন্ধ থাকবে। 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। সরকার গত সোমবার কঠোর লকডাউনের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

এ ছাড়া নতুন সময়সূচির বাইরে আগের দেওয়া নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিতসংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। 

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংকের ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক দুটি শাখা খোলা রাখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত