Ajker Patrika

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল এনভয় টেক্সটাইলস ও শেল্‌টেক্‌

আপডেট : ০১ জুন ২০২২, ১৯: ২৫
ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল এনভয় টেক্সটাইলস ও শেল্‌টেক্‌

‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড ও শেল্‌টেক্‌। ‘বৃহৎ শিল্প: টেক্সটাইল এবং আরএমজি’ বিভাগে প্রথম স্থান অধিকার করে এই অ্যাওয়ার্ড অর্জন করে এনভয় টেক্সটাইলস। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এনভয় টেক্সটাইলস লিমিটেড এই পুরস্কারে ভূষিত হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) অনুষ্ঠানের আয়োজন করেছিল।

একই অনুষ্ঠানে শেল্‌টেক্‌ (প্রাইভেট) লিমিটেড ‘বৃহৎ শিল্প: ইস্পাত ও প্রকৌশল’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করে। শেল্‌টেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ পুরস্কারটি গ্রহণ করেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

প্রসঙ্গত, কুতুবউদ্দিন আহমেদ একই সঙ্গে এনভয় টেক্সটাইলস লিমিটেড ও শেল্‌টেক্‌ উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান,এবং তানভীর আহমেদ এনভয় টেক্সটাইলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত