Ajker Patrika

ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ফাইন্যান্সের মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ফাইন্যান্সের মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

ব্র্যাক ব্যাংক সম্প্রতি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি সই করেছে। গত ১২ জুন এনএফএল প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ন্যাশনাল ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ইরতেজা আহমেদ খান এনএফএল প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তির আওতায় কোম্পানির কর্মকর্তারা একটি সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করবেন, যার মধ্যে থাকবে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিংয়ের বিশেষ সুবিধা। 

এনএফএলের পক্ষে কামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন সদস্য এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, হেড অব রিটেইল সেলস মাহবুবুল ফারুক খান এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কর্পোরেট পেশাজীবীদের চাহিদার বিষয় মাথায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সংবলিত উন্নত এবং আনন্দদায়ক রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত