Ajker Patrika

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

বিজ্ঞপ্তি
ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি। ছবি: সংগৃহীত
ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি। ছবি: সংগৃহীত

চলতি মূলধন এবং ট্রেড লেন্ডিং-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ইস্টার্ন ব্যাংককে ঋণ হিসেবে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সদস্য-ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। আজ মঙ্গলবার ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার অনুষ্ঠানে বলেন, ‘ইবিএল বাংলাদেশের উন্নয়নের শক্তিশালী অংশীদার। আইএফসির সঙ্গে আমাদের পার্টনারশিপ স্থানীয় করপোরেট এবং এসএমইগুলোকে চলতি মূলধন প্রদান ও ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

এশিয়া ও প্রশান্ত অঞ্চলের জন্য আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের আইএফসি আঞ্চলিক পরিচালক এলেন ফরলেমো বলেন, ‘ইস্টার্ন ব্যাংকে আইএফসির এই বিনিয়োগ বাংলাদেশের আর্থিক খাতকে সুদৃঢ় করতে এবং এমএসএমইগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রতিফলন। ক্ষুদ্র ব্যবসা দেশের অর্থনীতির মেরুদণ্ড যার মাধ্যমে কর্মসংস্থান ঘটে এবং ইনোভেশন বিকশিত হয়। ক্রমপরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এমএমইগুলোর বিকাশ, ট্রেড কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানগুলোর দৃঢ় ভিত্তির জন্য অতিপ্রয়োজনীয় তারল্য সরবরাহ নিশ্চিত হবে এই বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশের বেসরকারি খাতকে সহায়তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলতে পেরে আমরা গর্বিত।’

বাংলাদেশে করপোরেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে মার্কেট লিডার হিসেবে পরিচিত ইস্টার্ন ব্যাংক বৃহৎ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন প্রকল্প ও কমপ্লেক্স বাণিজ্য লেনদেনের জন্য অর্থায়ন করতে সক্ষম। বর্তমানে দেশের ট্রেড বিজনেসের পাঁচ শতাংশ ব্যবস্থাপনা করে ইবিএল। নিজস্ব উন্নয়ন কৌশলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করে ব্যাংকটি। এই খাতের উন্নয়নকে উৎসাহিত করতে এসএমইগুলোর নিজস্ব প্রয়োজন বিবেচনা করে তাদের উপযোগী ঋণ দিয়ে থাকে ইবিএল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত