Ajker Patrika

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি
পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত
পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ‘মানি অ্যান্ড ব্যাংকিং ডেটা (এসবিএস) রিপোর্টিং অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের সঠিকভাবে এস বি এস রিপোর্টিং করার গুরুত্ব, প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিবর্তনগুলো এবং এসেটস, লাইবিলিটিজ, অ্যান্ড ক্লাসিফায়েড লোনের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক প্রবীর কুমার সরকার, অতিরিক্ত পরিচালক মো. নুরুল ইসলাম ও ব্যাংকিং পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন সেশন পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের এস বি এস রিপোর্টিংয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলো সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং সঠিক ও নির্ভুলভাবে রিপোর্টিং করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন হয়। তিনি বক্তব্যে প্রশিক্ষণে আগত অংশগ্রহণকারীদের প্রজ্ঞার সঙ্গে সময়মতো নির্ভুল প্রতিবেদন প্রদান ও এর গুরুত্ব অনুধাবনের ওপর বিশেষভাবে নির্দেশনা দেন।

কর্মশালায় বিভিন্ন শাখা থেকে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব

ভারতের ‘উঠান’ যেভাবে ক্রমেই চীনের ‘খেলার মাঠ’ হয়ে উঠছে

নেতানিয়াহুকে ইংরেজি ‘এফ বর্গীয় গালি’ দিয়ে ট্রাম্প বললেন, ‘তুমি এত নেতিবাচক কেন’

আমাদের দৃঢ় বিশ্বাস, বিএনপি একাই সরকার গঠন করবে: ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত