Ajker Patrika

ঈদে বিমা খাতে ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদে বিমা খাতে ৯ দিনের ছুটি

আসছে ঈদে টানা ৯ দিনের ছুটি থাকবে দেশের বিমা খাতে। এ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিমা কোম্পানির সবধরনের লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল রোববার সরকারি–বেসরকারি সব বিমা অফিস চালু হবে।

এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের উপপরিচালক ও মুখপাত্র মো. সোলায়মান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ মার্চ এক প্রজ্ঞাপনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা ৯ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি–বেসরকারি খাতের বিমাকর্মীরা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষে বিমা খাতসংশ্লিষ্ট সব অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ওই চিঠিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে। সাধারণ সময়সূচি অনুসারে, লাইফ ও নন-লাইফ বিমা খাতের সব বিমা করপোরেশন, বিমা কোম্পানি ও বিমাসংশ্লিষ্ট অন্যান্য অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত