Ajker Patrika

পোশাক রপ্তানি বেড়েছে ১৩.১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাক রপ্তানি বেড়েছে  ১৩.১৫ শতাংশ

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।

তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। 

ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।

আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে। 

রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত