নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২০ ঘণ্টা আগেকর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
১ দিন আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
১ দিন আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
১ দিন আগে