এক কৃষক প্রায় ১৩ মণ পেঁয়াজ বিক্রি করে লাভ করেছেন মাত্র আড়াই টাকা! এমন ঘটনাই ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোলাপুরের বরশি তহসিলে বসবাসকারী ৬৩ বছর বয়সী কৃষক রাজেন্দ্র চৌহান জানান, সোলাপুর বাজারে তিনি এক ব্যবসায়ীর কাছে ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করেন। প্রতি কেজিতে দাম পেয়েছেন মাত্র ১ রুপি। শেষ পর্যন্ত হিসাব করে দেখেছেন, সমস্ত খরচ বাদে তাঁর মুনাফা হয়েছে মাত্র ২ রুপি ৪৯ পয়সা।
বার্তা সংস্থা পিটিআই-এর কাছে কৃষক চৌহান বলেন, ‘আমি সোলাপুরের একজন পেঁয়াজ ব্যবসায়ীর কাছে মোট পাঁচ কুইন্টালের বেশি ওজনের ১০ ব্যাগ পেঁয়াজ বিক্রির জন্য পাঠিয়েছিলাম। লোডিং, পরিবহন, শ্রমিক এবং অন্যান্য চার্জ কাটার পরে, আমি নিট মুনাফা করেছি মাত্র ২ দশমিক ৪৯ রুপি। ব্যবসায়ী আমাকে রেট দিয়েছেন প্রতি কুইন্টাল মাত্র ১০০ রুপি। ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করেছি। সে হিসাবে পেয়েছি ৫১২ রুপি।’
ওই কৃষক বলেন, ‘শ্রম, ওজন, পরিবহন এবং অন্যান্য চার্জ বাবদ ৫০৯ দশমিক ৫১ রুপি বাদ দিলে আমার নিট মুনাফা হয় ২ দশমিক ৪৯ রুপি। এটি আমার এবং রাজ্যের অন্য পেঁয়াজ-চাষিদের জন্য অপমানজনক। আমরা যদি এ ধরনের দাম পাই, তাহলে বাঁচব কীভাবে?’
এদিকে এ নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন সাংবাদিকেরা। ব্যবসায়ী দাবি করেছেন, পেঁয়াজগুলো নিম্নমানের। তবে চৌহানের দাবি, ভালো মানের।
ব্যবসায়ী বলেন, ‘ওই কৃষক মাত্র ১০টি ব্যাগ নিয়ে এসেছিলেন এবং পেঁয়াজগুলোও নিম্নমানের ছিল। সে জন্য প্রতি কুইন্টাল ১০০ রুপি পেয়েছেন। তাই সমস্ত খরচ বাদ দেওয়ার পরে, তিনি ২ রুপি নিট লাভ হিসেবে পেয়েছেন।’
ব্যবসায়ী জানান, একই কৃষক সাম্প্রতিক সময়ে তাঁর কাছে ৪০০ ব্যাগ পেঁয়াজ বিক্রি করে ভালো লাভ পেয়েছেন। এবার তিনি বাকি পেঁয়াজ বেচতে এসেছিলেন। পরিমাণও অনেক কম ছিল। বাজারে দামও পড়ে গেছে। তাই তিনি এই হারে দাম পেয়েছেন।
এ ব্যাপারে কৃষক নেতা এবং সাবেক সাংসদ রাজু শেঠি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এখন বাজারে আসা পেঁয়াজ মূলত ‘খরিফ’ শস্য। এই পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় না। এই পণ্য দ্রুত বাইরে রপ্তানি করা দরকার। কিন্তু ব্যাপক সরবরাহের কারণে পেঁয়াজের দাম পড়ে গেছে।
কৃষক নেতা রাজুর মতে, ভারতের কৃষিপণ্য বিপণন সমিতি নাফিড–এর মাধ্যমে এই পেঁয়াজ কেনা হচ্ছে না। ফলে একমাত্র বিকল্প হলো এই খরিফ পেঁয়াজের জন্য বাইরের বাজার দেখা। পেঁয়াজের বিষয়ে সরকারের রপ্তানি ও আমদানি নীতি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন ওই কৃষক নেতা।
রাজু শেঠি বলেন, ‘আমাদের দুটি স্থায়ী বাজার ছিল—পাকিস্তান ও বাংলাদেশ। কিন্তু সরকারের অসংগতিপূর্ণ নীতির কারণে তারা আমাদের পরিবর্তে ইরান থেকে পেঁয়াজ কেনাই পছন্দ করছে। তৃতীয় বাজার শ্রীলঙ্কা। কিন্তু সবাই তাদের পরিস্থিতি জানে এবং কেউ সেখানে পণ্য পাঠানোর ঝুঁকি নিচ্ছে না।’
রাজুর মতে, সরকারের উচিত এই পেঁয়াজ কেনা অথবা কৃষকদের ভর্তুকি দেওয়া।
এক কৃষক প্রায় ১৩ মণ পেঁয়াজ বিক্রি করে লাভ করেছেন মাত্র আড়াই টাকা! এমন ঘটনাই ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোলাপুরের বরশি তহসিলে বসবাসকারী ৬৩ বছর বয়সী কৃষক রাজেন্দ্র চৌহান জানান, সোলাপুর বাজারে তিনি এক ব্যবসায়ীর কাছে ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করেন। প্রতি কেজিতে দাম পেয়েছেন মাত্র ১ রুপি। শেষ পর্যন্ত হিসাব করে দেখেছেন, সমস্ত খরচ বাদে তাঁর মুনাফা হয়েছে মাত্র ২ রুপি ৪৯ পয়সা।
বার্তা সংস্থা পিটিআই-এর কাছে কৃষক চৌহান বলেন, ‘আমি সোলাপুরের একজন পেঁয়াজ ব্যবসায়ীর কাছে মোট পাঁচ কুইন্টালের বেশি ওজনের ১০ ব্যাগ পেঁয়াজ বিক্রির জন্য পাঠিয়েছিলাম। লোডিং, পরিবহন, শ্রমিক এবং অন্যান্য চার্জ কাটার পরে, আমি নিট মুনাফা করেছি মাত্র ২ দশমিক ৪৯ রুপি। ব্যবসায়ী আমাকে রেট দিয়েছেন প্রতি কুইন্টাল মাত্র ১০০ রুপি। ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করেছি। সে হিসাবে পেয়েছি ৫১২ রুপি।’
ওই কৃষক বলেন, ‘শ্রম, ওজন, পরিবহন এবং অন্যান্য চার্জ বাবদ ৫০৯ দশমিক ৫১ রুপি বাদ দিলে আমার নিট মুনাফা হয় ২ দশমিক ৪৯ রুপি। এটি আমার এবং রাজ্যের অন্য পেঁয়াজ-চাষিদের জন্য অপমানজনক। আমরা যদি এ ধরনের দাম পাই, তাহলে বাঁচব কীভাবে?’
এদিকে এ নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন সাংবাদিকেরা। ব্যবসায়ী দাবি করেছেন, পেঁয়াজগুলো নিম্নমানের। তবে চৌহানের দাবি, ভালো মানের।
ব্যবসায়ী বলেন, ‘ওই কৃষক মাত্র ১০টি ব্যাগ নিয়ে এসেছিলেন এবং পেঁয়াজগুলোও নিম্নমানের ছিল। সে জন্য প্রতি কুইন্টাল ১০০ রুপি পেয়েছেন। তাই সমস্ত খরচ বাদ দেওয়ার পরে, তিনি ২ রুপি নিট লাভ হিসেবে পেয়েছেন।’
ব্যবসায়ী জানান, একই কৃষক সাম্প্রতিক সময়ে তাঁর কাছে ৪০০ ব্যাগ পেঁয়াজ বিক্রি করে ভালো লাভ পেয়েছেন। এবার তিনি বাকি পেঁয়াজ বেচতে এসেছিলেন। পরিমাণও অনেক কম ছিল। বাজারে দামও পড়ে গেছে। তাই তিনি এই হারে দাম পেয়েছেন।
এ ব্যাপারে কৃষক নেতা এবং সাবেক সাংসদ রাজু শেঠি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এখন বাজারে আসা পেঁয়াজ মূলত ‘খরিফ’ শস্য। এই পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় না। এই পণ্য দ্রুত বাইরে রপ্তানি করা দরকার। কিন্তু ব্যাপক সরবরাহের কারণে পেঁয়াজের দাম পড়ে গেছে।
কৃষক নেতা রাজুর মতে, ভারতের কৃষিপণ্য বিপণন সমিতি নাফিড–এর মাধ্যমে এই পেঁয়াজ কেনা হচ্ছে না। ফলে একমাত্র বিকল্প হলো এই খরিফ পেঁয়াজের জন্য বাইরের বাজার দেখা। পেঁয়াজের বিষয়ে সরকারের রপ্তানি ও আমদানি নীতি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন ওই কৃষক নেতা।
রাজু শেঠি বলেন, ‘আমাদের দুটি স্থায়ী বাজার ছিল—পাকিস্তান ও বাংলাদেশ। কিন্তু সরকারের অসংগতিপূর্ণ নীতির কারণে তারা আমাদের পরিবর্তে ইরান থেকে পেঁয়াজ কেনাই পছন্দ করছে। তৃতীয় বাজার শ্রীলঙ্কা। কিন্তু সবাই তাদের পরিস্থিতি জানে এবং কেউ সেখানে পণ্য পাঠানোর ঝুঁকি নিচ্ছে না।’
রাজুর মতে, সরকারের উচিত এই পেঁয়াজ কেনা অথবা কৃষকদের ভর্তুকি দেওয়া।
আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পরিষেবার সংযোগ কেটে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন আয়কর আইনে কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া আছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৫ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগেসমুদ্র অর্থনীতিবিষয়ক গবেষক রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে সাগরের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের উপকূলরেখা থেকে ৬৭৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সমুদ্রসীমা
৭ ঘণ্টা আগে