Ajker Patrika

গ্রামীণ ব্যাংক: ভেতরের কথা বাইরে জানালেই শাস্তি

গ্রামীণ ব্যাংক: ভেতরের কথা বাইরে জানালেই শাস্তি

ভেতরের কথা বাইরে না বলতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে গ্রামীণ ব্যাংক। ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে আলোচিত নোবেলজয়ী এই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি চিঠি দিয়ে মাঠপর্যায় থেকে সর্বস্তরে সতর্ক করে দিয়েছে। এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ভেতরের তথ্য যেন কোনোভাবেই বাইরের মানুষ জানতে না পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চিঠি থেকে বিস্তারিত জানা গেছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে অনেক দিন থেকেই আলোচনায় গ্রামীণ ব্যাংক। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পর্ষদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকম ভবন দখলের পর গ্রামীণ ব্যাংক আবারও আলোচনায়। এ থেকে নানা রকম কথা বাজারে প্রচার হচ্ছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, স্ট্যাটাস দিচ্ছেন বলে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এমন প্রেক্ষাপটে ব্যাংক কর্তৃপক্ষ সোচ্চার হয়ে ২ এপ্রিল ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে একটি চিঠি লিখেছে। এমডি নূর মোহাম্মদের সই করা চিঠিতে বলা হয়, লক্ষ করা যাচ্ছে, গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়–এমন অনেক তথ্য প্রচারে জড়িত রয়েছেন ব্যাংকটির কেউ কেউ। এভাবে কর্তৃপক্ষর অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গ্রামীণ ব্যাংককে জড়িয়ে অনেক তথ্য প্রচার করা হচ্ছে, যা গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা ১৯৯৩-এর পরিপন্থী এবং তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত