যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একজন ভাগ্যবান লটারি বিজয়ী পাওয়ারবলে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার জিতে রাতারাতি বিলিয়নিয়ার বনে গেছেন। তিনি এখন মার্কিন পপ তারকা টেলর সুইফটের চেয়েও ধনী!
গত সপ্তাহে প্রকাশিত ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান করে নিয়েছেন টেলর সুইফট। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। শুধু গান গেয়ে বিলিয়নিয়ার হওয়ার একমাত্র রেকর্ডটিও এখন সুইফটের ঝুলিতে।
তবে ফোর্বসের পরবর্তী তালিকায় ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের ওই লটারি বিজয়ী টেলর সুইফটের সেই মুকুট ছিনিয়ে নিতে পারেন।
গত শনিবার (৬ এপ্রিল) ড্রয়ের ফল প্রকাশের দুই দিন পর ভাগ্যবান বিজয়ী তাঁর পুরস্কার দাবি করেন। লটারির পরিচালক মাইক ওয়েলস বলেন, এটি ওরেগন লটারির জন্য একটি অভূতপূর্ব জ্যাকপট জয়। পুরস্কারের অর্থ হস্তান্তরের আগে বিজয়ীকে যাচাই করার জন্য আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি।
লটারির নগদ পুরস্কারের ওপর ফেডারেল ট্যাক্স রয়েছে। এর পরও যে পরিমাণ টাকা ওই বিজয়ী হাতে পাবেন, তা তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে।
সংবাদমাধ্যম এবিসি ৭ শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে ড্র বিলম্বিত হয়েছিল। পরে সেদিনই বিজয়ী ঘোষণা করা হয়। গত সোমবার পর্যন্ত বিজয়ীদের টিকিট প্রদর্শনের সুযোগ ছিল। বর্তমানে সবার দাবি যাচাই করা হচ্ছে। বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দ্বিতীয় বিজয়ী ১ লাখ ডলার পাবেন।
লটারির আয়োজক প্লেইড প্যান্ট্রির প্রেসিডেন্ট ও সিইও জোনাথন পোলনস্কি বলেছেন, ‘ওরেগনে প্লেইড প্যান্ট্রির ১০৪টি স্টোরের মধ্যে একটি থেকে ১৩০ কোটি বিলিয়ন ডলারের পাওয়ারবল টিকিট বিক্রি হয়েছে এটি জেনে আমরা রোমাঞ্চিত।’
তিনি বলেন, ‘যে স্টোর থেকে টিকিটটি বিক্রি হয়েছে, সেটি আমাদের সবচেয়ে নতুন এবং সবচেয়ে প্রিয় স্টোরগুলো একটি। ওরেগন লটারি থেকে আয় অঙ্গরাজ্যের সবাইকে উপকৃত করে। আমরা শুরু থেকেই ওরেগন লটারির গর্বিত অংশীদার। ভাগ্যবান বিজয়ীকে অভিনন্দন।’
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একজন ভাগ্যবান লটারি বিজয়ী পাওয়ারবলে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার জিতে রাতারাতি বিলিয়নিয়ার বনে গেছেন। তিনি এখন মার্কিন পপ তারকা টেলর সুইফটের চেয়েও ধনী!
গত সপ্তাহে প্রকাশিত ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান করে নিয়েছেন টেলর সুইফট। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। শুধু গান গেয়ে বিলিয়নিয়ার হওয়ার একমাত্র রেকর্ডটিও এখন সুইফটের ঝুলিতে।
তবে ফোর্বসের পরবর্তী তালিকায় ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের ওই লটারি বিজয়ী টেলর সুইফটের সেই মুকুট ছিনিয়ে নিতে পারেন।
গত শনিবার (৬ এপ্রিল) ড্রয়ের ফল প্রকাশের দুই দিন পর ভাগ্যবান বিজয়ী তাঁর পুরস্কার দাবি করেন। লটারির পরিচালক মাইক ওয়েলস বলেন, এটি ওরেগন লটারির জন্য একটি অভূতপূর্ব জ্যাকপট জয়। পুরস্কারের অর্থ হস্তান্তরের আগে বিজয়ীকে যাচাই করার জন্য আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি।
লটারির নগদ পুরস্কারের ওপর ফেডারেল ট্যাক্স রয়েছে। এর পরও যে পরিমাণ টাকা ওই বিজয়ী হাতে পাবেন, তা তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে।
সংবাদমাধ্যম এবিসি ৭ শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে ড্র বিলম্বিত হয়েছিল। পরে সেদিনই বিজয়ী ঘোষণা করা হয়। গত সোমবার পর্যন্ত বিজয়ীদের টিকিট প্রদর্শনের সুযোগ ছিল। বর্তমানে সবার দাবি যাচাই করা হচ্ছে। বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দ্বিতীয় বিজয়ী ১ লাখ ডলার পাবেন।
লটারির আয়োজক প্লেইড প্যান্ট্রির প্রেসিডেন্ট ও সিইও জোনাথন পোলনস্কি বলেছেন, ‘ওরেগনে প্লেইড প্যান্ট্রির ১০৪টি স্টোরের মধ্যে একটি থেকে ১৩০ কোটি বিলিয়ন ডলারের পাওয়ারবল টিকিট বিক্রি হয়েছে এটি জেনে আমরা রোমাঞ্চিত।’
তিনি বলেন, ‘যে স্টোর থেকে টিকিটটি বিক্রি হয়েছে, সেটি আমাদের সবচেয়ে নতুন এবং সবচেয়ে প্রিয় স্টোরগুলো একটি। ওরেগন লটারি থেকে আয় অঙ্গরাজ্যের সবাইকে উপকৃত করে। আমরা শুরু থেকেই ওরেগন লটারির গর্বিত অংশীদার। ভাগ্যবান বিজয়ীকে অভিনন্দন।’
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৭ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৯ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৯ ঘণ্টা আগে