Ajker Patrika

ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিনের শুরুতেই বড় দরপতন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১: ৫৪
ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিনের শুরুতেই বড় দরপতন পুঁজিবাজারে

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম কর্মদিবসে আজ রোববার বড় দরপতন দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ২৪০ পয়েন্ট হারিয়েছে। 

২৪০ পয়েন্ট পতনের পর সূচক দাঁড়ায় ৬ হাজার ১২৪ পয়েন্টে। তবে সময় গড়ানোর সঙ্গে দরপতন হওয়া শেয়ারগুলো দর ফিরে পেতে থাকে। ভারী হয় দরবৃদ্ধির পাল্লা। এতে সূচকের পতন কমে এসেছে। 

বেলা ১০টা ৪৬ মিনিট পর্যন্ত ১৫৩ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৬ হাজার ১৮৩ পয়েন্টে। এই সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৩২২ টির দরপতন হয়েছে। বিপরীতে ১৪ টির দর বেড়েছে, অপরিবর্তিত ছিল ১৩ টির। 

এই সময় পর্যন্ত হাতবদল হয়েছে ১৬১ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট। 

বাজার বিশ্লেষকেরা বলছেন, ফ্লোর প্রাইস আরোপের সময় বাজারে অনেক শেয়ার অতি মূল্যায়িত ছিল। ফ্লোর প্রাইসের কারণে সেটি সংশোধন হতে পারেনি। যার প্রতিফলন আজকে বাজারে দেখা যাচ্ছে। 

বিশ্লেষকেরা আরও বলছেন, ফ্লোর প্রাইজ তুলে ফেলার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় বিনিয়োগকারীরা এখনো বাজারে সক্রিয় আছেন। যার কারণে অল্প সময়েই লেনদেনের পরিমাণ বেশি। 

ফ্লোর প্রাইস আরোপের প্রায় দেড় বছর পর এসে গত বৃহস্পতিবার এক আদেশে ৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেটি আজ থেকে কার্যকর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে একই বৃত্তে থাকা বাজারে সংশোধন দেখা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত