নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের জন্য ফিকির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশিক চৌধুরী বলেন, ‘আপনারা এফডিআই অর্জনের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের দূত হিসেবে কাজ করে থাকেন। আপনাদের মাধ্যমেই বিদেশে বাংলাদেশের প্রচার ঘটে। দেশে-বিদেশি বিনিয়োগ আসে।’
বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ স্থান দাবি করে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, ‘বাংলাদেশ বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য। আমরা আশা করছি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা দ্রুতই সমাধান করতে পারব।’ এ ছাড়া বৈদেশিক বিনিয়োগ উন্নয়নে বিডা ও ফিকির এক টিম হিসেবে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।
বিডা ও ফিকির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি যোগ দেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভাপতিত্ব করেন বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম।
এর আগে, খন্দকার আজিজুল ইসলাম ও জাভেদ আখতার বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, নীতিমালা, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) চিত্র তুলে ধরেন। এ সময়ে বিডা ও ফিকির কাজ এবং দেশে বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়।
প্রধান অতিথি লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। বেশি হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক হয়ে কাজ করার পরামর্শ দেন।
ড. খন্দকার আজিজুল ইসলাম বিডার সেবার কথা উল্লেখ করে ফিকির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘গ্লোবাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এফডিআই আকর্ষণের অনুরোধ জানাই। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা সব সময় প্রস্তুত।’
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টারলিং ও ইউরোর দামও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা সম্প্রসারণে ঝুঁকছে চীনা কোম্পানিগুলো। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে বিনিয়োগের নতুন ঢল নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে বাড়তি দামে ডলার বিক্রি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ডলার কারসাজির মাধ্যমে ব্যাংকটির ঢাকা প্রধান কার্যালয়, উত্তরাসহ কয়েকটি শাখায় গ্রাহকের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
১০ ঘণ্টা আগেসরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১১ ঘণ্টা আগে