Ajker Patrika

ভারতে এক দিনে আকাশপথে ভ্রমণ করল রেকর্ড সাড়ে ৪ লাখ যাত্রী

আপডেট : ০৩ মে ২০২৩, ১১: ৫৪
ভারতে এক দিনে আকাশপথে ভ্রমণ করল রেকর্ড সাড়ে ৪ লাখ যাত্রী

ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচলে রেকর্ড হয়েছে। এক দিনে ৪ লাখ ৫৬ হাজার ৮২ জন মানুষ আকাশপথে ভ্রমণ করেছে। গত ৩০ এপ্রিল এই মাইলফলকে পৌঁছায় ভারত। এদিন সারা দেশে ২ হাজার ৯৭৮টি ফ্লাইট চলেছে। 

বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইট বলেন, ‘কোভিডের পরে এই আকাশচুম্বী অভ্যন্তরীণ ট্রাফিক ভারতের উচ্চ প্রবৃদ্ধির প্রতিফলন।’ 

 আকাশপথে ভ্রমণের এই উত্থান ভারতে কোভিড মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করা হচ্ছে। যেখানে চলতি বছরের প্রথম তিন মাসে ৩ কোটি ৭৫ লাখের বেশি যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে চলাচল করেছে। দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের তথ্যমতে, এক বছর আগের তুলনায় এই প্রবৃদ্ধি ৫১ দশমিক ৭ শতাংশ। 

আকশপথে ভ্রমণবিষয়ক বিশ্লেষক মার্ক মার্টিন বিবিসিকে বলেন, ভারতে বিমান চলাচল দেশের জিডিপির দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। কারণ এশিয়ার তৃতীয় বৃহত্তম এই অর্থনীতিতে মানুষের আয় বেড়েছে। 

তবে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের এই প্রবৃদ্ধি সত্ত্বেও উড়োজাহাজের জ্বালানির উচ্চ দাম, ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়নসহ নানা কারণে শিল্পটি ভুগছে। 

প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন-সম্পর্কিত সমস্যার কারণে ইন্ডিগো এবং গো ফার্স্টের মতো প্রধান ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোর ৫০টিরও বেশি উড়োজাহাজ বেশ কয়েক মাস ধরে গ্রাউন্ডেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত