Ajker Patrika

এনভয় টেক্সটাইলের পরিচালক পদ হারালেন সালাম মূর্শেদী

অনলাইন ডেস্ক
আবদুস সালাম মূর্শেদী। ফাইল ছবি
আবদুস সালাম মূর্শেদী। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাকে সরানো হয়। ৮৪ দশমিক ২৪ শতাংশ শেয়ারহোল্ডার মূর্শেদীর বিপক্ষে ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হংকংভিত্তিক বহুজাতিক এপিক গ্রুপের অনুমোদিত কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের মনোনীত প্রতিনিধি দিনেশ গোপ বিরওয়ানি শূন্য পদে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও রাশিদা আহমেদ ও এস কে বশির আহমেদ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সভায় প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন। অনিয়মের কারণে ২০২২ সালের জুন মাসে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পরও সালাম মূর্শেদীর কোম্পানির অফিসের ফ্লোর এবং গাড়ির ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তোলেন শেয়ারহোল্ডার মাহবুবুল হক বাবু।

আরেক শেয়ারহোল্ডার গোলাম ফারুক মূর্শেদীর শেয়ার বিক্রির বিষয়ে স্থগিত রাখতে বোর্ডকে আদালতের আদেশ চাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও শেয়ারহোল্ডার আব্দুল মোতালেব, নুরুল আনোয়ার এবং জাহাঙ্গীর আলম কোম্পানির সুনাম নষ্ট করার জন্য মূর্শেদীকে দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

সাবেক সংসদ সদস্য, আবদুস সালাম মূর্শেদী, এনভয় টেক্সটাইল, পরিচালক, অপসারণ, গুলশান শুটিং ক্লাব, কোম্পানি, বার্ষিক সাধারণ সভা, এজিএম, শেয়ারহোল্ডার, ভোট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত