নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অংশীজনদের মতামত উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে একযোগে কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কলমবিরতিতে রয়েছেন তাঁরা। এতে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মধ্যরাতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সবার মতামত নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নতুন করে প্রণয়ন করতে হবে।
আগের দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলমবিরতির পর আজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কলমবিরতি শুরু হয়। তবে আগের দিনের চেয়ে আজকে দুই ঘণ্টা বেশি সময় ধরে চলবে কলমবিরতি। শেষ হবে বেলা ৩টায়। আগামী শনিবারও একই সময়ে কলমবিরতির ঘোষণা রয়েছে।
এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে আমাদের কলমবিরতি চলছে। বেলা ৩টা পর্যন্ত চলবে।’
এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। পরিষদের পক্ষে বলা হয়েছে, ‘দেশ ও রাষ্ট্রের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে সাধন কুমার কুণ্ডু বলেন, ‘যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো কমিটি নেই। সাংবাদিকেরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন। তাই আমরা সংবাদ সম্মেলন করাই শ্রেয় মনে করছি।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলে আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে একজোট হন।
তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গতকাল বুধবার পদত্যাগ করেন।
এনবিআর সূত্রে জানা গেছে, ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের মধ্যে ২০ জনের বেশি পদত্যাগ করেছেন। আর কাস্টমস ও ভ্যাট ক্যাডার অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি হওয়ার পরপরই পাঁচজন কর্মকর্তা অবসরে চলে যান। ফলে বাকি ১৬ সদস্যের মধ্যে ১২ জনই পদত্যাগ করেছেন। আজ আরও অনেকেই পদত্যাগ করবেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন এনবিআর কর্মকর্তারা। আন্দোলন এগিয়ে নিতে গত মঙ্গলবার এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠন করা হয় সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। পরিষদের পক্ষ থেকে তিন কার্যদিবস কলমবিরতি পালনের ঘোষণা আসে। বুধ, বৃহস্পতি ও শনিবারের কলমবিরতির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ঐক্য পরিষদ।
আগের দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘দেশের স্বার্থে রাজস্বব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্বব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর মতামত গ্রহণ না করে ও সরকারের গঠন করা সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা-পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা দেশের রাজস্বব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে।’
আগের দিন রাজস্বসংক্রান্ত সেবা প্রদান বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, তাঁদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্বব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে।’
অংশীজনদের মতামত উপেক্ষা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে একযোগে কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কলমবিরতিতে রয়েছেন তাঁরা। এতে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মধ্যরাতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সবার মতামত নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নতুন করে প্রণয়ন করতে হবে।
আগের দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কলমবিরতির পর আজ বৃহস্পতিবার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কলমবিরতি শুরু হয়। তবে আগের দিনের চেয়ে আজকে দুই ঘণ্টা বেশি সময় ধরে চলবে কলমবিরতি। শেষ হবে বেলা ৩টায়। আগামী শনিবারও একই সময়ে কলমবিরতির ঘোষণা রয়েছে।
এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে আমাদের কলমবিরতি চলছে। বেলা ৩টা পর্যন্ত চলবে।’
এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। পরিষদের পক্ষে বলা হয়েছে, ‘দেশ ও রাষ্ট্রের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে সাধন কুমার কুণ্ডু বলেন, ‘যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো কমিটি নেই। সাংবাদিকেরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন। তাই আমরা সংবাদ সম্মেলন করাই শ্রেয় মনে করছি।’
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলে আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে একজোট হন।
তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গতকাল বুধবার পদত্যাগ করেন।
এনবিআর সূত্রে জানা গেছে, ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের ৫১ সদস্যের মধ্যে ২০ জনের বেশি পদত্যাগ করেছেন। আর কাস্টমস ও ভ্যাট ক্যাডার অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি হওয়ার পরপরই পাঁচজন কর্মকর্তা অবসরে চলে যান। ফলে বাকি ১৬ সদস্যের মধ্যে ১২ জনই পদত্যাগ করেছেন। আজ আরও অনেকেই পদত্যাগ করবেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন এনবিআর কর্মকর্তারা। আন্দোলন এগিয়ে নিতে গত মঙ্গলবার এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠন করা হয় সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। পরিষদের পক্ষ থেকে তিন কার্যদিবস কলমবিরতি পালনের ঘোষণা আসে। বুধ, বৃহস্পতি ও শনিবারের কলমবিরতির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ঐক্য পরিষদ।
আগের দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘দেশের স্বার্থে রাজস্বব্যবস্থার একটি যুগোপযোগী ও টেকসই সংস্কার অত্যন্ত প্রয়োজন। এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্বব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর মতামত গ্রহণ না করে ও সরকারের গঠন করা সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা-পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা দেশের রাজস্বব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে।’
আগের দিন রাজস্বসংক্রান্ত সেবা প্রদান বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, তাঁদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্বব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে।’
তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে প্রান্তিক খামারে ৫ থেকে ১০ শতাংশ মুরগি মারা গেছে। এর ফলে ৭০ হাজার খামারির প্রতিদিন ৫০ থেকে ১ লাখ টাকা করে ক্ষতি হয়েছে। দিনে ৫০ হাজার টাকা ধরা হলেও গত এক মাসে প্রান্তিক খামারিদের লোকসান দাঁড়ায় ৩০০ কোটি টাকায়।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান থেকে জুন মাসের মধ্যেই বাংলাদেশ পাচ্ছে প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও বাজেট সহায়তা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
২ ঘণ্টা আগেবিজিএমইএ নির্বাচনে দলীয়করণ ও চাটুকারিতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সম্মিলিত পরিষদ। বৈশ্বিক বাণিজ্য সংকট ও এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ উদ্যোক্তাদের নিয়ে শক্তিশালী নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে পণ্যজট নিরসন ও খালাসপ্রক্রিয়া সহজ করতে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার ‘চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম-সংক্রান্ত বিশেষ আদেশ, ২০২৫’ জারি করা হয়।
৩ ঘণ্টা আগে