নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার ক্ষেত্রে সময় হ্রাসসহ বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এসব কথা বলেন।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত।
ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮ তম। তবে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪ তম। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
শিল্প খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি। ভিয়েতনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন তিনি।
]অনুষ্ঠানে ভিয়েতনামের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ ভিয়েতনাম থেকে নির্মাণ উপকরণ পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মসলা আমদানি করতে পারে। তাঁরা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ ভিয়েতনামে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার ক্ষেত্রে সময় হ্রাসসহ বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এসব কথা বলেন।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত।
ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮ তম। তবে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪ তম। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার।
শিল্প খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি। ভিয়েতনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন তিনি।
]অনুষ্ঠানে ভিয়েতনামের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ ভিয়েতনাম থেকে নির্মাণ উপকরণ পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মসলা আমদানি করতে পারে। তাঁরা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ ভিয়েতনামে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
৯ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৮ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
২০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
২০ ঘণ্টা আগে