Ajker Patrika

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক আগামী সপ্তাহে

দেশের পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়ন এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে আগামী সপ্তাহে বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ৭ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। পুঁজিবাজারের কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির সদস্য সচিব ও যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অংশীজনদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভার প্রস্তাবনাসমূহ যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির কাজ জোরদার করতে এবং পুঁজিবাজার গতিশীল করতে এ বৈঠক আহবান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত