Ajker Patrika

ইভ্যালির সদস্যপদ স্থগিতের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৪: ০৩
ইভ্যালির সদস্যপদ স্থগিতের প্রক্রিয়া শুরু

ইভ্যালিসহ ছয় ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করার প্রক্রিয়া শুরু করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ জন্য প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলোকে 'কেন সদস্যপদ বাতিল করা হবে না' তার কারণ দর্শাতে চিঠি পাঠানো হয়েছে। ইভ্যালি ছাড়া যে প্রতিষ্ঠানগুলোকে এই চিঠি দেওয়া হয়েছে, সেগুলো হলো—গ্লিটার্স আরএসডি ওয়ার্ল্ড, গ্রীন বাংলা ই-কমার্স লিমিটেড, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, আমার বাজার লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমারস লিমিটেড।

গত বুধবার প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইক্যাবের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন ক্রেতা ও মার্চেন্টদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরও 'সদস্যপদ কেন স্থগিত করা হবে না' তার জবাব চাওয়া হয়েছে ইভ্যালির কাছে পাঠানো চিঠিতে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বরাবর চিঠিটি দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর কাছেও একইভাবে চিঠি পাঠানো হয়েছে।

ইক্যাবের এই কর্মকর্তা আরও বলেন, কারণ দর্শানোর চিঠি পাঠানোটা কেবলই একটা আনুষ্ঠানিকতা মাত্র। ইভ্যালির সদস্যপদ স্থগিতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ই-ক্যাবের গঠনতন্ত্রের ৯ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইভ্যালিকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে ইভ্যালিকে উত্তর দিতে হবে।

চিঠির বিষয়ে ইভ্যালির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত