Ajker Patrika

পুরো পাওনা পরিশোধে বাংলাদেশকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়নি: আদানি গ্রুপ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩: ৫২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য সময় বেঁধে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আদানি গ্রুপ। ভারতীয় বিদ্যুৎ কোম্পানিটি বলছে, তারা সাত দিনের মধ্যে পুরোটা পরিশোধের দাবি করেনি। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করার পর আদানির পক্ষে জনসংযোগ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বরং আদানি গ্রুপ পূর্ণ সহযোগিতার সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে কাজ করে যাচ্ছে জানিয়ে বলা হয়, ‘সাত দিনের মধ্যে ৮০০-৮৫০ মিলিয়ন ডলারের পুরোটা পরিশোধের দাবি আদানি গ্রুপ করেনি।’

এর আগে কোম্পানির সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বকেয়া প্রায় ৮৫ কোটি ডলার (প্রায় ৭ হাজার ২০০ কোটি রুপি) পরিশোধের বিষয়ে কোনো স্পষ্ট পদক্ষেপ না এলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে আদানি পাওয়ার। এজন্য বাংলাদেশ সরকারকে ৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে কোম্পানিটি।

এদিকে এই খবরের পর আদানি গ্রুপের পাওনা দ্রুত পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ রোববার রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়— এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। যে বকেয়া বিল আছে, সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী স্বৈরশাসক আওয়ামী লীগ। তারা বিশাল বকেয়া বিল রেখে গিয়েছিল, সেটার কারণে এটা বেড়ে গেছে।’

শফিকুল আলম আরও বলেন, ‘আদানিকে গ্রুপকে গত মাসে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক পেমেন্টগুলো রিজার্ভের হাত না দিয়েই করতে পারছি। পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে। সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারব।’

এর আগে আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) বকেয়া পরিশোধের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। তারা ১৭ কোটি ডলারের একটি লেটার অব ক্রেডিট (এলসি) দিতে বলেছিল, যা বকেয়া পরিশোধের নিশ্চয়তা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত