Ajker Patrika

আজ বিশ্ব পরিমাপ দিবস

৪৩ বছরেও চালু হয়নি পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি

আয়নাল হোসেন, ঢাকা 
৪৩ বছরেও চালু হয়নি পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি

তরল পদার্থের মাপে সের, ছটাক, গ্যালনের পরিবর্তে লিটার, কঠিন পদার্থের ক্ষেত্রে মণ, তোলা ভরির পরিবর্তে গ্রাম এবং দৈর্ঘ্যের মাপে হাত, গজ, ফুট, ইঞ্চির পরিবর্তে মিটার ব্যবহার চালু করা হয়। ১৯৮২ সালে ওজন ও পরিমাপে আন্তর্জাতিক পদ্ধতি চালু করা হয়। কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। মানুষ এখনো প্রথাগত পদ্ধতি ব্যবহার করে আসছে।

রাজধানী ছাড়াও দেশের আনাচে-কানাচে সর্বত্র চলছে পুরোনো প্রথাগত পদ্ধতিতে পণ্য কেনা-বেচা হচ্ছে। এখনো তরল পদার্থে সের, কাপড়ে গজ ও স্বর্ণে ভরি বা তোলা পরিমাপ ব্যবহার করা হচ্ছে। এসব অব্যবস্থাপনার মধ্যেই আজ মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ীরা এখনো গজ হিসেবে কাপড় বিক্রি করছেন। তাঁতিবাজার, শাঁখারীবাজারের স্বর্ণের দোকানে এখনো ব্যবহার হচ্ছে ভরির মাপ। পুরান ঢাকার মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে এখনো ভোজ্যতেল মণের মাপে হিসাব কষা হয়। শুধু ইসলামপুর, তাঁতিবাজার, শাঁখারীবাজার, মৌলভীবাজারই নয়, রাজধানীর বিভিন্ন অলিগলিতে চলছে আগের পদ্ধতিতে হিসাব-নিকাশ।

ওজন ও পরিমাপে এখনো পুরোনো পদ্ধতি ব্যবহার হলেও নীরব ভূমিকা পালন করছে পণ্যের ওজন ও পরিমাপ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটি শুধু আইন ও বিধিমালা করেই ক্ষান্ত রয়েছে। এসব পরিমাপে পণ্য কিনে নিয়মিত ভোক্তা ঠকছেন। বাজারে বিএসটিআইয়ের ভূমিকা নেই।

ওজন ও পরিমাপে পুরোনো পদ্ধতি ব্যবহার এবং বিএসটিআইয়ের ভূমিকা নিয়ে জানতে চাইলে কিছুদিন আগে বিদায় নেওয়া পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওজন ও পরিমাপ বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবে এসব বিষয় জোর করে চাপিয়ে দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। মানুষ এখনো গজে কাপড় কেনে। স্বর্ণের ক্ষেত্রেও তাই। মানুষের মধ্যেও সচেতনতা তৈরি করা দরকার। গ্রামে হিসাব কষলে সহজ হতো। কিন্তু ভরিতে কঠিন হচ্ছে। এরপরও মানুষ আগের পদ্ধতি ব্যবহার করছে।

বিএসটিআই জানায়, বিশ্ব পরিমাপ দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সর্বকালেই পরিমাপ সবার জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত