Ajker Patrika

একনেকে ২৯ হাজার ৩৪৪ কোটি টাকার ১০ টি প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯: ৫৬
একনেকে ২৯ হাজার ৩৪৪ কোটি টাকার ১০ টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২৯ হাজার ৩৪৪ কোটি  ২৭ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা, ঋণ বাবদ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা এবং বাকি অর্থ সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ বিষয়ে বিস্তারিত জানান। 

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ১৫ হাজার ৮৭০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ‘মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট (১ম সংশোধিত) ’ এর ১ম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। এর ফলে বর্তমানে প্রকল্পটির ব্যয়ের পরিমাণ দাঁড়াল ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা। তিনি বলেন, মাতারবাড়ির প্রকল্পগুলো একটি কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে বলেছেন। এ জন্য প্রয়োজনে শুধুমাত্র মাতারবাড়ির জন্য আলাদা কর্তৃপক্ষ করার প্রয়োজন হলেও তা করতে হবে। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজকের একনেক বৈঠকে ৩ হাজার ৪৯০ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নেত্রকোনা ও সুনামগঞ্জ পাশাপাশি দুটি জেলার যোগাযোগ স্থাপিত হবে। তিনি বলেন, এ দুটি জেলা পাশাপাশি হলেও বছরের বেশির ভাগ সময়ই যোগাযোগ বিচ্ছিন্ন থাকত। তবে এই প্রকল্পটির মাধ্যমে এ দুই জেলার যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো। 

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে: 
১) ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ’ প্রকল্প। ২) ‘আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। ৩) ‘নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্প। ৪) ‘এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিজ (ডিজিটাল সংযোগ স্থাপন) ’ প্রকল্প। ৫) ‘রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-২ (আরটিআইপি-২) (তৃতীয় সংশোধিত) ’ প্রকল্প। ৬) ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ (১ম সংশোধিত) প্রকল্প। ৭) ‘খুলনা জেলার হোল্ডার নম্বর-১৪ / ১ পুনর্বাসন’ প্রকল্প এবং ৮) ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ (কম্পোনেন্ট-১, বাপাউবো অংশ) ’ প্রকল্প। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত