Ajker Patrika

ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

বিজ্ঞপ্তি
ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

বাংলাদেশ ব্রিজ দল আরও একবার ব্রিজ বিশ্বকাপখ্যাত বারমুডা বাউল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জোন-৪–এর বাছাইপর্বে ফাইনাল নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ এই গৌরব অর্জন করল।

গত বৃহস্পতিবার সকালে মিডিয়া রোটানা হোটেলে অনুষ্ঠিত ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশন শেষে বাংলাদেশ তাদের শক্তিশালী প্রতিপক্ষ জর্ডানের বিরুদ্ধে ১১৯ পয়েন্টের (১৮৬-৬৭) বিশাল ব্যবধানে এগিয়ে যায়। খেলার বাকি দুই সেশনে এই বিশাল পয়েন্টের পার্থক্য অতিক্রম করা সম্ভব নয় বিবেচনা করে জর্ডান পরাজয় স্বীকার করে নেয়। এর ফলে বাংলাদেশ তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্রিজ টুর্নামেন্ট বারমুডা বাউলে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল।

এর আগে গত বুধবার ১৬ বোর্ডের প্রথম সেশনে ৪১-১৬ পয়েন্টে লিড নিয়ে বাংলাদেশ শুভসূচনা করেছিল। তবে দ্বিতীয় সেশনেই মূলত খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই সেশনে বাংলাদেশ ৬৭ পয়েন্ট সংগ্রহ করে, যেখানে তাদের পশ্চিম এশীয় প্রতিপক্ষ জর্ডান মাত্র দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।

সেমিফাইনালের এই ম্যাচে বাংলাদেশের কামারুজ্জামান ও আসিফুর রহমান ওপেন রুমে উত্তর-দক্ষিণে জুটি বেঁধে খেলেন। অন্যদিকে জাহিদ হোসেন ও শাহ জিয়াউল হক জুটি ক্লোজ রুমে পূর্ব-পশ্চিমে আসন গ্রহণ করেছিলেন। এই রাউন্ডের পর বাংলাদেশ ৯০ পয়েন্টে এগিয়ে যায় এবং পরের দুই রাউন্ডেও ১৮ ও ১১ পয়েন্ট যোগ করলে জর্ডান হার মেনে নেয়।

বাংলাদেশ দলে আরও অংশ নেন মির্জা সাজিদ ইস্পাহানি ও মশিউর রহমান। গ্রুপপর্ব ও সেমিফাইনাল উভয় পর্বেই বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ই তাঁদের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখেন।

এর আগে আট দলের গ্রুপপর্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল। অন্য সেমিফাইনালে চার রাউন্ড শেষে ভারত স্বাগতিক ইউএইর বিরুদ্ধে ৯৫ পয়েন্টে এগিয়ে ছিল। এই খেলার বিজয়ী দল আগামী শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবে।

ওপেন দলের পাশাপাশি বাংলাদেশের প্রবীণদের দলও বিশ্বকাপ খেলার স্বপ্নের পথে ভালোভাবে এগিয়ে চলছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রবীণ দল পাকিস্তানের প্রবীণদের বিরুদ্ধে ৪৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বাংলাদেশের প্রবীণ দলের হয়ে খেলছেন সাইদ আহমেদ, দেওয়ান মোহাম্মদ, হানজালা, খন্দকার মাজহারুল হক, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ আজিজুল হক ও এ টি এম মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, এই বছরের আগস্ট মাসে ডেনমার্কের ঐতিহ্যবাহী বারমুডা বাউল ব্রিজ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ প্যারিসের লিয়ন ও চীনের উহানে অনুষ্ঠিত বিশ্বকাপেও অংশ নিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত