অনলাইন ডেস্ক
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ গত সপ্তাহে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ২০ অক্টোবর চার মাসের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিজিএমইএর নির্বাচনপ্রক্রিয়া শুরুর জন্য তফসিল ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে প্রশাসক তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে দুই শর্তে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শর্ত দুটি হলো
বিজিএমইএর সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করতে হবে।
মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
বিজিএমইএর নির্বাচন ঘিরে সংগঠনটির দুই জোট—সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফোরামের নেতারা বিজিএমইএর সভাপতিসহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি তোলেন। ৭ আগস্ট তাঁরা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি দেন, যা নিয়ে সম্মিলিত পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে হট্টগোল হয়।
এরপর, গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ১৯ আগস্ট বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেয় ফোরাম। প্রায় আড়াই মাসের টানাপোড়েন শেষে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ গত সপ্তাহে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ২০ অক্টোবর চার মাসের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিজিএমইএর নির্বাচনপ্রক্রিয়া শুরুর জন্য তফসিল ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে প্রশাসক তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে দুই শর্তে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শর্ত দুটি হলো
বিজিএমইএর সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করতে হবে।
মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
বিজিএমইএর নির্বাচন ঘিরে সংগঠনটির দুই জোট—সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফোরামের নেতারা বিজিএমইএর সভাপতিসহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি তোলেন। ৭ আগস্ট তাঁরা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি দেন, যা নিয়ে সম্মিলিত পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে হট্টগোল হয়।
এরপর, গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ১৯ আগস্ট বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেয় ফোরাম। প্রায় আড়াই মাসের টানাপোড়েন শেষে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
২ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৪ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৪ ঘণ্টা আগে