নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম এক সপ্তাহে পেনশনের কিস্তি জমা দিয়েছেন আট হাজারের বেশি মানুষ। পেনশন তহবিলে চাঁদা জমা পড়েছে প্রায় চার কোটি টাকা। দিনে গড়ে এক হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে সরকারের এ সুরক্ষা কর্মসূচিতে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম চার দিনেই নিবন্ধিত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। গত তিন দিনে তা আরও বেড়েছে। দিনে গড়ে ১০ হাজার মানুষ নিবন্ধন করছেন।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার পর্যন্ত প্রথম এক সপ্তাহে ৮ হাজার ৪১ জন মানুষ চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। তাঁদের জমা হওয়া চাঁদার পরিমাণ ৩ কোটি ৯০ লাখ। অনেকেই আবেদন করেছেন। কিন্তু চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমের সদস্য হননি। তাই কত জন আবেদন করেছেন, সেটা আমরা হিসাবে রাখছি না।’
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনের আওতায় আসতে পারবেন। এত দিন যা শুধু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং হাতে গোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন।
পেনশনের আওতায় আসতে মানুষকে নির্দিষ্ট নিয়ম মেনে নানা তথ্য দিয়ে নিবন্ধন ও আবেদন করতে হবে। যে কেউ অনলাইন এ কাজ দিনের যেকোনো সময় করতে পারবেন। কেউ অনলাইনে পেনশন স্কিমের জন্য নিবন্ধন করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়েও তা করা যাবে।
সরকার চারটি পেনশন স্কিম চালু করছে। এর মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘প্রগতি’ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য, আর ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য রাখা হয়েছে।
স্কিম ভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা, সর্বোচ্চ চাঁদা ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে পরিশোধ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পেতে পারেন।
একজন পেনশনভোগী ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হতো, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন।
সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম এক সপ্তাহে পেনশনের কিস্তি জমা দিয়েছেন আট হাজারের বেশি মানুষ। পেনশন তহবিলে চাঁদা জমা পড়েছে প্রায় চার কোটি টাকা। দিনে গড়ে এক হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে সরকারের এ সুরক্ষা কর্মসূচিতে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম চার দিনেই নিবন্ধিত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। গত তিন দিনে তা আরও বেড়েছে। দিনে গড়ে ১০ হাজার মানুষ নিবন্ধন করছেন।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার পর্যন্ত প্রথম এক সপ্তাহে ৮ হাজার ৪১ জন মানুষ চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। তাঁদের জমা হওয়া চাঁদার পরিমাণ ৩ কোটি ৯০ লাখ। অনেকেই আবেদন করেছেন। কিন্তু চাঁদা জমা দিয়ে পেনশন স্কিমের সদস্য হননি। তাই কত জন আবেদন করেছেন, সেটা আমরা হিসাবে রাখছি না।’
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রতিটি মানুষ চাইলে পেনশনের আওতায় আসতে পারবেন। এত দিন যা শুধু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং হাতে গোনা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভোগ করতেন।
পেনশনের আওতায় আসতে মানুষকে নির্দিষ্ট নিয়ম মেনে নানা তথ্য দিয়ে নিবন্ধন ও আবেদন করতে হবে। যে কেউ অনলাইন এ কাজ দিনের যেকোনো সময় করতে পারবেন। কেউ অনলাইনে পেনশন স্কিমের জন্য নিবন্ধন করতে ব্যর্থ হলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়েও তা করা যাবে।
সরকার চারটি পেনশন স্কিম চালু করছে। এর মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘প্রগতি’ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য, আর ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য রাখা হয়েছে।
স্কিম ভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা, সর্বোচ্চ চাঁদা ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে পরিশোধ করা হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পেতে পারেন।
একজন পেনশনভোগী ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হতো, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
৩১ মিনিট আগেমাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
৩ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৪ ঘণ্টা আগে