ভ্যাট ফাঁকি রোধে পণ্যের উৎপাদন, বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যন্ত তিন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালুসহ স্মার্ট এনবিআরের গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গুচ্ছ কর্মপরিকল্পনার আওতায় রয়েছে বিদ্যমান এনবিআরের সব সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করে রাজস্ব ফাঁকি ঠেকানো ইত্যাদি।
স্বাধীনতা দিবস থেকে নতুন এ কর্মপরিকল্পনা ঘোষণা করে এনবিআর সামনে এগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।
স্মার্ট এনবিআরের জন্য ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে, পণ্যের উৎপাদন, ডিস্ট্রিবিউশন বা বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যায়ে ই-ইনভয়েসিং সিস্টেম চালু করা হবে।
এনবিআর মনে করে, চলমান অর্থনীতিতে অধিক মাত্রায় গতিশীলতা আনতে সব ধরনের ক্রয়-বিক্রয় স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এনবিআর ও এর আওতাধীন অফিসগুলোতে ব্যবহার করা হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়, এনবিআর বাইরের তৃতীয় পক্ষের সঙ্গেও কাজ করে। সামনে এনবিআরের বিদ্যমান সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে রাজস্ব ফাঁকি কমবে এবং লেনদেনে স্বচ্ছতা আসবে। রাজস্ব ফাঁকি রোধে বিদ্যুৎ ব্যবহারেও নজরদারি করবে এনবিআর। এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ব্যবহারকারীর তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করা হবে। সেখান থেকে কে কত বিদ্যুৎ ব্যবহার করছেন, আয়-ব্যয়ের তথ্য কী, কত কর দেন ইত্যাদি নজরদারি করা হবে।
সব ধরনের কর-রাজস্ব আদায়ে ই-পেমেন্ট চালু করতে সব প্রচেষ্টা নেওয়া হবে। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধ করা হবে। পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেন বাস্তবায়ন করা হবে। ঘোষিত ট্যাক্স রিটার্ন প্রিপারার বা টিআরপির কার্যকর কর্মদক্ষতা নিশ্চিত করা হবে। এর ফলে রাজস্ব আহরণের পরিধি বাড়বে, কর ফাঁকি কমে যাবে। এ রকম আরও কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে এনবিআর। যার ফলে সামনে একটি রাজস্ববান্ধব স্মার্ট এনবিআর গড়ে উঠবে বলে সংস্থাটি মনে করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক সদস্য বলেন, ‘আমরা স্মার্ট এনবিআরের কর্মপরিকল্পনা তৈরি করেছি। এর আলোকে সামনে একটি রাজস্ববান্ধব এনবিআর গড়ে তোলা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি কমবে ও রাজস্ব আদায় বাড়বে।’
ভ্যাট ফাঁকি রোধে পণ্যের উৎপাদন, বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যন্ত তিন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালুসহ স্মার্ট এনবিআরের গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গুচ্ছ কর্মপরিকল্পনার আওতায় রয়েছে বিদ্যমান এনবিআরের সব সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করে রাজস্ব ফাঁকি ঠেকানো ইত্যাদি।
স্বাধীনতা দিবস থেকে নতুন এ কর্মপরিকল্পনা ঘোষণা করে এনবিআর সামনে এগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।
স্মার্ট এনবিআরের জন্য ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে, পণ্যের উৎপাদন, ডিস্ট্রিবিউশন বা বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যায়ে ই-ইনভয়েসিং সিস্টেম চালু করা হবে।
এনবিআর মনে করে, চলমান অর্থনীতিতে অধিক মাত্রায় গতিশীলতা আনতে সব ধরনের ক্রয়-বিক্রয় স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এনবিআর ও এর আওতাধীন অফিসগুলোতে ব্যবহার করা হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়, এনবিআর বাইরের তৃতীয় পক্ষের সঙ্গেও কাজ করে। সামনে এনবিআরের বিদ্যমান সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে রাজস্ব ফাঁকি কমবে এবং লেনদেনে স্বচ্ছতা আসবে। রাজস্ব ফাঁকি রোধে বিদ্যুৎ ব্যবহারেও নজরদারি করবে এনবিআর। এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ব্যবহারকারীর তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করা হবে। সেখান থেকে কে কত বিদ্যুৎ ব্যবহার করছেন, আয়-ব্যয়ের তথ্য কী, কত কর দেন ইত্যাদি নজরদারি করা হবে।
সব ধরনের কর-রাজস্ব আদায়ে ই-পেমেন্ট চালু করতে সব প্রচেষ্টা নেওয়া হবে। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধ করা হবে। পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেন বাস্তবায়ন করা হবে। ঘোষিত ট্যাক্স রিটার্ন প্রিপারার বা টিআরপির কার্যকর কর্মদক্ষতা নিশ্চিত করা হবে। এর ফলে রাজস্ব আহরণের পরিধি বাড়বে, কর ফাঁকি কমে যাবে। এ রকম আরও কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে এনবিআর। যার ফলে সামনে একটি রাজস্ববান্ধব স্মার্ট এনবিআর গড়ে উঠবে বলে সংস্থাটি মনে করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক সদস্য বলেন, ‘আমরা স্মার্ট এনবিআরের কর্মপরিকল্পনা তৈরি করেছি। এর আলোকে সামনে একটি রাজস্ববান্ধব এনবিআর গড়ে তোলা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি কমবে ও রাজস্ব আদায় বাড়বে।’
বাংলাদেশে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া এবং বৈষম্যবিরোধী পদক্ষেপের মাধ্যমে অন্তর্ভুক্তি বাড়াতে একটি কার্যকর জাতীয় নীতির প্রয়োজন। যাতে কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা ও মনোভাব থাকা সত্ত্বেও কেউ কর্মবাজার থেকে বঞ্চিত না হয়। সম্প্রতি উন্নত ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে রাজধানীতে...
৯ মিনিট আগেআদানি পাওয়ার বাংলাদেশের কাছে আরও প্রায় ৯০ কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ ঝা। আদানি ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেউচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে সামান্য স্বস্তি এসেছে বাজারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস মার্চে এই হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
৩ ঘণ্টা আগেব্রোকারেজ প্রতিষ্ঠান ট্রাইস্টার সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক সনদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ছিল ২৫৯। গতকাল সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে