Ajker Patrika

বোরো সংগ্রহে সরকারের লক্ষ্য ১৪ লাখ টন

  • চলতি মৌসুমে মজুত পরিস্থিতি সন্তোষজনক।
  • গত বছরের তুলনায় ৩ লাখ টন কম কেনার সিদ্ধান্ত।
বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
সরকারিভাবে সংগ্রহের জন্য ধান মাপা হচ্ছে। ছবি: সংগৃহীত
সরকারিভাবে সংগ্রহের জন্য ধান মাপা হচ্ছে। ছবি: সংগৃহীত

দেশে খাদ্যশস্যের সরকারি মজুত সন্তোষজনক পর্যায়ে থাকায় চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় কম ধান ও চাল কিনতে যাচ্ছে সরকার। এবার অভ্যন্তরীণ বাজার থেকে ১৪ লাখ টন বোরো ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩ লাখ টন কম। সরকারের লক্ষ্য হলো, মজুত ভারসাম্য বজায় রেখে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।

আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত হওয়ার কথা। একই সঙ্গে ধান ও চালের সংগ্রহ মূল্যও সভায় নির্ধারিত হবে।

খাদ্যসচিব মো. মাসুদুল হাসান এ বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছেন, চলতি মৌসুমে সরকার ১২ থেকে ১৪ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে। তবে কী দামে এসব সংগ্রহ করা হবে, তা পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয় বিঘাপ্রতি উৎপাদন খরচ বিশ্লেষণ করে ধান ও চালের ন্যায্যমূল্য নির্ধারণে প্রস্তাব দেবে। সে প্রস্তাব নিয়ে সভায় আলোচনা শেষে সরকারিভাবে চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে। তিনি বলেন, বোরোর উৎপাদন ভালো হয়েছে এবং সরকারি গুদামে মজুতও সন্তোষজনক। ফলে গত বছরের কাছাকাছি দামে ধান ও চাল সংগ্রহ করা হতে পারে।

গত বছর সরকার বোরো মৌসুমে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করেছিল। এর মধ্যে ধান ছিল ৫ লাখ টন, সেদ্ধ চাল ১১ লাখ টন ও আতপ চাল ১ লাখ টন। সে সময় প্রতি কেজি ধানের মূল্য ছিল ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা।

সরকারি হিসাবে বর্তমানে গুদামে মজুত রয়েছে ১৩ লাখ ২০ হাজার ৮৫৪ টন খাদ্যশস্য। এর মধ্যে চাল ৯ লাখ ৪৬ হাজার ৯২১ টন, গম ৩ লাখ ৭১ হাজার ৬৯৫ টন ও ধান ৩ হাজার ৩৬৭ টন।

একই সময়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারিভাবে ৮ লাখ ৪ হাজার ৯৬০ টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ৫ লাখ ১৮ হাজার ৭৯০ টন ও বেসরকারিভাবে ২ লাখ ৮৬ হাজার ১৭০ টন চাল আমদানি করা হয়েছে।

অন্যদিকে চলতি অর্থবছরে আমন ধান-চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৫০ হাজার টন। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৫ লাখ ৩৭ হাজার ৭৪ টন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ৫ লাখ টন আমন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য থাকলেও তা এসেছে ৪ লাখ ৩৫ হাজার ২৬০ টন। সাড়ে ৩ লাখ টন ধানের বিপরীতে সংগৃহীত হয়েছে মাত্র ২৬ হাজার ৭১৪ টন এবং ১ লাখ টন আতপ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৮৪ হাজার ৬১ টন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার বোরো সংগ্রহ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত