Ajker Patrika

নীতির কড়াকড়িতে বাগ মানছে না মূল্যস্ফীতি

জয়নাল আবেদীন খান, ঢাকা
নীতির কড়াকড়িতে বাগ মানছে না মূল্যস্ফীতি

কারসাজি বন্ধ আর বাজারব্যবস্থায় শৃঙ্খলা না এনে শুধু নীতি কড়াকড়ি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগই কাজ করছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক তিন ধরনের ঋণের সুদের হার বাড়ানো, ডলার বেচে টাকা তুলে নেওয়া আর টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া বন্ধ করার মতো নীতি দফায় দফায় আরোপ করলেও কোনো কাজ হয়নি। নিয়ন্ত্রণমূলক এত পদক্ষেপের পরও বাজারে পণ্যমূল্য কমছে না। বরং খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম লাগামহীন। অর্থনীতিবিদ, ভোক্তা ও ব্যবসায়ীদের দাবি, এর নেপথ্যে সক্রিয় ভূমিকা রাখছে ডলার-সংকটে আমদানি হ্রাস, উৎপাদন কম এবং বাজার সিন্ডিকেটের কারসাজি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও চলতি অর্থবছরে ১৯ হাজার ৩৪৭ কোটি টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে সরকার। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১ লাখ ২৬ হাজার ৯১৮ কোটি টাকা।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মুদ্রানীতিতে প্রাধান্য পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এটা বেশ দেরিতে করা হয়েছে। আর শুধু নীতি দিয়ে পণ্যমূল্য কমবে না। এ জন্য জোগান ও উৎপাদন বাড়াতে হবে। কিন্তু ডলার-সংকটে আমদানি পণ্য ও উৎপাদন কমেছে। আবার বাজার কারসাজি করে পণ্যের সংকট সৃষ্টি করা হয়। এসব কারা করে তা নিয়ন্ত্রক সংস্থাগুলো জানে। তারা বিশেষ শক্তি ব্যবহার করে এসব করে। তাদের গায়ে হাত দিলে পুড়ে যেতে পারে এমন বাস্তবতা থেকে তারা দায়সারা কাজ করে। এসব চালু থাকলে সুদ বাড়িয়ে এবং বাজার থেকে টাকা তুলে নিয়ে মূল্যস্ফীতি কমবে না। এ জন্য মুদ্রানীতি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা জরুরি। এসব নিশ্চিত করতে না পারলে খাদ্যপণ্যসহ অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণহীন হবে, এটাই স্বাভাবিক।’

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, সরকার চলতি অর্থবছরে প্রায় ৮ বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করে বাজার থেকে নগদ টাকা তুলে নিয়েছে। কিন্তু সেই পরিমাণ নতুন টাকা বাজারের জন্য ইস্যু করেনি। আবার পণ্যমূল্য বেশি হওয়ায় মানুষের খরচও বেড়ে গেছে। অনেকে ব্যাংকের সঞ্চয় ভেঙে মূল্যস্ফীতির চাপ সামলাচ্ছেন। 
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬ শতাংশ। কিন্তু গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ। তার আগে নভেম্বরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ। আবার গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। তার আগের মাসে ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। 
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকারি পরিসংখ্যান ও বাজার পর্যালোচনায় দেখা যায়, মূলত বাজারে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম থাকায় মূল্যস্ফীতি কমছে না। এ ক্ষেত্রে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অবাস্তব হিসেবে বিবেচনা করা হয়। এটা কমাতে কোনো নীতিই কাজ করার কথা নয়। বিশেষ করে বাজার কারসাজি ও পণ্য মজুত এবং বাজারজাতকরণ ব্যবস্থা স্বাভাবিক নিয়মে চলতে না পারলে শুধু মুদ্রানীতি দিয়ে কিছুই হবে না। এ জন্য কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত দরকার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, দেশে ডলার-সংকট কেটে যায়নি। তবু নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গত আড়াই বছরে প্রায় ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছে। আর মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সব উদ্যোগ নেওয়া হয়েছে। আস্তে আস্তে তা কার্যকর হচ্ছে। একটা সময় পরে সব ঠিক হয়ে যাবে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ডলার-সংকট কাটছে না। আমদানিতে কড়াকড়ি করায় কারখানায় উৎপাদন কমে যাচ্ছে। অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। ডলার বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পণ্যের সরবরাহ স্বাভাবিক না হলে শুধু সুদহার বাড়ালে পণ্যমূল্য কমার কথা নয়।

ড. জাহিদ হোসেন মনে করেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে না পারলে সুদ বাড়িয়ে এবং বাজার থেকে টাকা তুলে নিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা জরুরি। এসব নিশ্চিত করতে না পারলে খাদ্যপণ্যসহ অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণহীন হবে, এটাই স্বাভাবিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত