Ajker Patrika

ডলার সংকটে জ্বালানিমূল্য পরিশোধ করতে পারছে না বাংলাদেশ, দাবি রয়টার্সের

আপডেট : ২৩ মে ২০২৩, ০০: ০২
ডলার সংকটে জ্বালানিমূল্য পরিশোধ করতে পারছে না বাংলাদেশ, দাবি রয়টার্সের

ডলার সংকটের কারণে জ্বালানির মূল্য পরিশোধ করতে হিমশিম খাচ্ছে দেশ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুটি চিঠির বরাত দিয়ে সোমবার রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশে জ্বালানি মজুত আশঙ্কাজনক হারে কমে গেছে। 

আন্তর্জাতিক ৬টি জ্বালানি কোম্পানির কাছে বর্তমানে বাংলাদেশের ৩০ কোটি ডলার দেনা পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় কয়েকটি কোম্পানি দেশে শিডিউলের চেয়েও কমসংখ্যক তেলভর্তি কার্গো পাঠাচ্ছে। দু-একটি কোম্পানি জ্বালানি না পাঠানোরও হুমকি দিয়েছে। 

সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে-এই অবস্থাটি দেশের রপ্তানিনির্ভর গার্মেন্টস শিল্পে প্রভাব ফেলেছে। বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের জন্য দায়িত্বশীল সংস্থাটিও সতর্ক করেছে যে, মুদ্রা সংকটের কারণে অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

এ অবস্থায় দেশে জ্বালানি আমদানি ও বিপণন নিয়ন্ত্রণ করা ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন’ দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ভারতের পাওনা অর্থ রুপিতে পরিশোধ করার অনুমতি দিতে বলেছে সরকারকে। 

চিঠিগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছিল রয়টার্স। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে রয়টার্সকে জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কর্তৃপক্ষ যুক্তিসংগতভাবে কাজ করছে এবং ডলার বিতরণকে অগ্রাধিকার দিচ্ছে। 

গত ৯ মে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি চিঠিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে লিখেছে, ‘অভ্যন্তরীণ বাজারে ডলারের ঘাটতির কারণে এবং কেন্দ্রীয় ব্যাংক ডলারের চাহিদা মেটাতে না পারার কারণে, বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানির জন্য অর্থ পরিশোধ করতে পারছে না।’ 

এ বিষয়ে বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয়ে রয়টার্সের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। 

তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরে বিপিসিকে পাঁচ বিলিয়ন ডলার এবং এলএনজি আমদানিকারক পেট্রোবাংলাকে দুই বিলিয়ন ডলার প্রদান করেছে। 

এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক রয়টার্সকে বলেন, ‘আমরা সবকিছু যৌক্তিকভাবে পরিচালনা করছি।’ 

মেজবাউল হক আরও বলেন, ‘বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। কারণ সমস্ত উত্থান-পতন সত্ত্বেও, আমরা ৩০ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক রিজার্ভ বজায় রাখছি।’ 

বিপিসি প্রতি মাসে ৫ লাখ টন পরিশোধিত তেল এবং ১ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত