সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) এক অফিশিয়াল আদেশে এ ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। গত মাসে সেদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পর এই সিদ্ধান্ত নিল ভারত। কারণ, ভারত চালের রপ্তানি বাড়াতে চায়, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে।
এর আগে, গত মাসে ভারত বাসমতী ব্যতীত সাদা চালের রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দিয়েছিল। এ জন্য প্রতি টনের প্রান্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯০ ডলার।
ভারতীয় চাল রপ্তানিকারক সমিতির সহসভাপতি দেব গর্গ বলেছেন, সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি কর অপসারণের সিদ্ধান্ত নতুন মৌসুমের ফসল সম্পর্কে সরকারের আস্থার ইঙ্গিত দেয়।
চাল রপ্তানিকারক সমিতির সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেছেন, চালের শুল্কমুক্ত রপ্তানি মূল্য-সংবেদনশীল আফ্রিকান ক্রেতাদের ভারত থেকে কেনাকাটা বাড়াতে উৎসাহিত করবে।
এ ছাড়া সরকারি এ আদেশে বলা হয়েছে, ভারত তুষের বাদামি চাল এবং চাল–ধানের ওপর ১০ শতাংশ রপ্তানি শুল্কও বাতিল করেছে।
প্রসঙ্গত, ভারতে ধানের ভালো ফলন ও উদ্বৃত্ত মজুতের অনুমানের ভিত্তিতে সেদ্ধ চালের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো। গত বছর শুল্ক আরোপসহ চাল রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ভারত।
সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) এক অফিশিয়াল আদেশে এ ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। গত মাসে সেদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পর এই সিদ্ধান্ত নিল ভারত। কারণ, ভারত চালের রপ্তানি বাড়াতে চায়, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে।
এর আগে, গত মাসে ভারত বাসমতী ব্যতীত সাদা চালের রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি দিয়েছিল। এ জন্য প্রতি টনের প্রান্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯০ ডলার।
ভারতীয় চাল রপ্তানিকারক সমিতির সহসভাপতি দেব গর্গ বলেছেন, সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি কর অপসারণের সিদ্ধান্ত নতুন মৌসুমের ফসল সম্পর্কে সরকারের আস্থার ইঙ্গিত দেয়।
চাল রপ্তানিকারক সমিতির সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেছেন, চালের শুল্কমুক্ত রপ্তানি মূল্য-সংবেদনশীল আফ্রিকান ক্রেতাদের ভারত থেকে কেনাকাটা বাড়াতে উৎসাহিত করবে।
এ ছাড়া সরকারি এ আদেশে বলা হয়েছে, ভারত তুষের বাদামি চাল এবং চাল–ধানের ওপর ১০ শতাংশ রপ্তানি শুল্কও বাতিল করেছে।
প্রসঙ্গত, ভারতে ধানের ভালো ফলন ও উদ্বৃত্ত মজুতের অনুমানের ভিত্তিতে সেদ্ধ চালের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো। গত বছর শুল্ক আরোপসহ চাল রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ভারত।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
৫ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১৩ ঘণ্টা আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে