Ajker Patrika

চিনির পর যুক্তরাষ্ট্র থেকে তেলও কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৩, ২০: ০৭
চিনির পর যুক্তরাষ্ট্র থেকে তেলও কিনছে সরকার

চিনি আমদানির সিদ্ধান্তের এক সপ্তাহের মাথায় এবার যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করার সিদ্ধান্ত নিল সরকার। প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এই তেল খোলাবাজারে বিক্রি করা হবে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার এক সভায় ভোজ্যতেল কেনার এই প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। এর আগে ১৭ মে ক্রয় কমিটি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানির অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সংস্থার কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলেও কয়েক দিন ধরে গুঞ্জন চলছে।

গতকাল মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। টিসিবির চাহিদা মেটাতে এ তেল কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকসেনচুয়েট টেকনোলজি ইনকরপোরেশনের কাছ থেকে স্থানীয় এজেন্ট ওএমসি লিমিটেড ঢাকার মাধ্যমে ২ লিটার পেটজাত বোতলে এই তেল আমদানি করা হবে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১১৭ টাকা ৮১ পয়সা।

অতিরিক্ত সচিব জানান, একই সভায় টিসিবির জন্য স্থানীয় বাজার থেকেও ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ তেলের দাম যুক্তরাষ্ট্রের তেলের প্রায় ৫৫ শতাংশ বেশি বা লিটারে ৬৪ টাকা ৮৪ পয়সা বেশি। দেশি কোম্পানি সিটি এডিবল অয়েল এই সয়াবিন তেল সরবরাহ করবে। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত