এএফপি, ভিলনিয়াস, লিথুয়ানিয়া
তিন বাল্টিক দেশ রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দিল। গতকাল শনিবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশ তিনটি হলো এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তিনটি দেশ এখন ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার গ্রিডে যুক্ত হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে দীর্ঘ প্রায় তিন বছর সময় নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হলো দেশগুলো।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তবে দেশ তিনটি এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইইউর সদস্য। রাশিয়া যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকমেল করতে না পারে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ তিনটি। এ প্রসঙ্গে লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রী জিরিমান্তাস ভাইসিউনাস বলেন, ‘রাশিয়া যাতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে তিন দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইইউ। সংস্থাটির জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন বলেন, অবশ্যই এটি একটি ঐতিহাসিক দিন। এস্তোনিয়ার রাজধানী তালিনে সাংবাদিকদের তিনি বলেন, যে আলোয় রাশিয়ার ইলেকট্রন নেই, সেই আলো আমি বেশি পছন্দ করি। তিনি জানান, গতকাল সকাল ৯টা ৯ মিনিটে এই তিন দেশের রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা।
এ প্রসঙ্গে লাটভিয়ার জ্বালানি মন্ত্রী কাসপার্স মেলিনস বলেন, ‘এখন থেকে আমাদের পুরো বিদ্যুৎ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে এল।’
তিন বাল্টিক দেশ রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দিল। গতকাল শনিবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশ তিনটি হলো এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তিনটি দেশ এখন ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার গ্রিডে যুক্ত হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে দীর্ঘ প্রায় তিন বছর সময় নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হলো দেশগুলো।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তবে দেশ তিনটি এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইইউর সদস্য। রাশিয়া যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকমেল করতে না পারে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ তিনটি। এ প্রসঙ্গে লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রী জিরিমান্তাস ভাইসিউনাস বলেন, ‘রাশিয়া যাতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে তিন দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইইউ। সংস্থাটির জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন বলেন, অবশ্যই এটি একটি ঐতিহাসিক দিন। এস্তোনিয়ার রাজধানী তালিনে সাংবাদিকদের তিনি বলেন, যে আলোয় রাশিয়ার ইলেকট্রন নেই, সেই আলো আমি বেশি পছন্দ করি। তিনি জানান, গতকাল সকাল ৯টা ৯ মিনিটে এই তিন দেশের রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা।
এ প্রসঙ্গে লাটভিয়ার জ্বালানি মন্ত্রী কাসপার্স মেলিনস বলেন, ‘এখন থেকে আমাদের পুরো বিদ্যুৎ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে এল।’
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
৯ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৮ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
২০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
২০ ঘণ্টা আগে