Ajker Patrika

চামড়া শিল্পে রপ্তানি আয়ের লক্ষ্য ৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চামড়া শিল্পে রপ্তানি আয়ের লক্ষ্য ৫ বিলিয়ন ডলার

বিশ্ব বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা দিনদিন বাড়ছে। আগামী ২০২৪ সাল থেকে চামড়া পণ্য বিদেশে রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও বর্তমানে এ খাত থেকে রপ্তানি আয়ের পরিমাণ ১ বিলিয়নের নিচে রয়েছে। পাশাপাশি চামড়া শিল্পের দেশীয় বাজার মূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 

আজ শনিবার রাজধানীর পান্থপথ এলাকায় বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘চামড়া শিল্পে সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 

বিএলএফের চেয়ারম্যান আবদুস সালাম খান সভাপতির বক্তব্যে বলেন, ‘এক সময় চামড়া খাত দেশের একটি প্রতিষ্ঠিত শিল্প ছিল। নানা কারণে চামড়া শিল্পের স্থানীয় কাঁচামাল থাকলেও যথাযথ ব্যবহার হচ্ছে না। যার মূলে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব। সরকার এই শিল্পের উন্নতির জন্য কর্মপরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রচুর রপ্তানি আয় হবে।’ 

তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা নিশ্চিত করতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু ফলাফল প্রায় শূন্য। এ জন্য আরও কার্যকরী উদ্যোগ নিতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত