Ajker Patrika

কার্গো ব্যবস্থাপনা উন্নয়নে বিমান এমডির সঙ্গে ঢাকা কাস্টমস কমিশনারের সাক্ষাৎ

কার্গো ব্যবস্থাপনা উন্নয়নে বিমান এমডির সঙ্গে ঢাকা কাস্টমস কমিশনারের সাক্ষাৎ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ। 

আজ সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার। 

বৈঠকে ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট/ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউজ নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে কাস্টমসের সিস্টেমের ইন্টিগ্রেশন, আমদানি-রপ্তানি ব্যবস্থা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এ সময় বিমানের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ মো. ছিদ্দিকুর রহমান (যুগ্ম সচিব), পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, এনডিসি (যুগ্ম সচিব), পরিচালক বিপণন ও বিক্রয় মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীনসহ বিমানের কার্গো পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত