Ajker Patrika

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২১: ৪৬
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাপট

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানিগুলো। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ার পাশাপাশি সাড়ে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর মাধ্যমে টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে মূল্যসূচক বাড়ল।

এ দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ৫ মিনিটের লেনদেন শেষ হতেই বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এ সূচকের উত্থান তো পরক্ষণেই পতন—এভাবেই চলে লেনদেনের প্রথম তিন ঘণ্টা।

বাজারের এই অস্থিরতার মধ্যেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে একের পর এক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭১টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপর দিকে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম বেড়েছে। আর ২১টি ব্যাংকের শেয়ারের দাম বাড়ার বিপরীতে পাঁচটির কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫৩ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬৭ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত