নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধিদলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বৈঠকে আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দর নেতৃত্বে ছিল চার সদস্যের টিম। দুদকের পক্ষে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এবং মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশনের আইন বিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন আইএমএফের সদস্যরা। তিনি বলেন, ‘দুদকের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা তাঁরা জানতে চেয়েছেন।’
মানি লন্ডারিং নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘এ ব্যাপারে তেমন কোনো কথা হয়নি। তবে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিকভাবে দুদকের যে সম্পৃক্ততা রয়েছে সেটা কীভাবে সহযোগিতা করা যায় তার ওপর গুরুত্বারোপ করেছেন।’
বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে ৪ অক্টোবর ঢাকা আসে আইএমএফের দলটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে। এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফের দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা দিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।
আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে।
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধিদলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বৈঠকে আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দর নেতৃত্বে ছিল চার সদস্যের টিম। দুদকের পক্ষে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এবং মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশনের আইন বিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন আইএমএফের সদস্যরা। তিনি বলেন, ‘দুদকের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা তাঁরা জানতে চেয়েছেন।’
মানি লন্ডারিং নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘এ ব্যাপারে তেমন কোনো কথা হয়নি। তবে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিকভাবে দুদকের যে সম্পৃক্ততা রয়েছে সেটা কীভাবে সহযোগিতা করা যায় তার ওপর গুরুত্বারোপ করেছেন।’
বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে ৪ অক্টোবর ঢাকা আসে আইএমএফের দলটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে। এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফের দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা দিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।
আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে