Ajker Patrika

এনএসইউতে হলো তিন দিনব্যাপী ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ও ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২: ৫৩
এনএসইউতে হলো তিন দিনব্যাপী ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ও ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে হয়েছে তিন দিনব্যাপী ‘ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সামার ২০২৪’। গত ৪, ৭ ও ৮ জুলাই এনএসইউতে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ১৬টি ডিপার্টমেন্টের প্রায় ৪০ জন নতুন শিক্ষক উপস্থিত ছিলেন। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজমুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনএসইউর উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান নতুন শিক্ষকদের স্বাগত জানান। তিনি এনএসইউতে এ ধরনের ওয়ার্কশপ আয়োজনের জন্য আইকিউএসির প্রশংসা করেন।
 
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র কর্মশালায় উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
 
তিন দিনব্যাপী এই ওয়ার্কশপে এনএসইউর প্রশাসনিক নিয়মকানুন, শিক্ষা ও গবেষণার দর্শন, কার্যকর পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি, ফলাফলভিত্তিক শিক্ষা, পাঠ্যক্রম উন্নয়ন, কোর্স আউটলাইন তৈরি, ক্যানভাস সফটওয়্যারের ব্যবহার এবং অন্যান্য বিষয় নিয়ে একাধিক অধিবেশন পরিচালিত হয়। এ ছাড়া এনএসইউতে গ্রন্থাগার ব্যবহার এবং চিকিৎসা পরিষেবা গ্রহণের ব্যাপারে একটি বিশেষ অধিবেশন হয়। কর্মশালার তৃতীয় দিনে, মাইক্রো টিচিং নামে একটি সেশনে অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা এনএসইউ কর্তৃপক্ষ ও আইকিউএসিকে সাধুবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত