Ajker Patrika

মেডিটেক্স, হেলথ ট্যুরিজম ও অ্যাগ্রো এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেমস-গ্লোবাল আয়োজিত এক্সপো গতকাল উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
সেমস-গ্লোবাল আয়োজিত এক্সপো গতকাল উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসাপ্রযুক্তি, স্বাস্থ্য পর্যটন এবং কৃষি ও খাদ্য খাতের অগ্রগতির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেডিটেক্স বাংলাদেশ ২০২৫’, ‘হেলথ ট্যুরিজম এক্সপো বাংলাদেশ ২০২৫’ এবং ‘অ্যাগ্রো অ্যান্ড ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে ৮-১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মো. আবুল হাশেম, ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসেত এবং সুইসকন্ট্যাক্টের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশরাত ফাতেমা।

স্বাগত বক্তব্য দেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। বক্তব্য দেন সুইসকন্ট্যাক্টের বাইটস প্রকল্পের টিম লিড নাদিয়া আফরিন শামস।

প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, ইউক্রেন, মিসরসহ ১৫টির বেশি দেশের প্রায় ৫৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে। ১ থেকে ৪ নম্বর হলে আয়োজিত এই প্রদর্শনীগুলোয় ৯০০টির বেশি বুথে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম, কৃষিপ্রযুক্তি, খাদ্য ও পানীয় পণ্য, প্যাকেজিং সামগ্রীসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, এই আয়োজন সংশ্লিষ্ট শিল্পগুলোর স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি কার্যকর ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে প্রযুক্তি হস্তান্তর ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত