নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন করে বন্দর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দুই দেশের সব স্থলবন্দর দিয়ে পণ্যগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে শুধু একটি সমুদ্রবন্দর খোলা রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেচীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
১১ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
১১ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১৪ ঘণ্টা আগে