আসাদুজ্জামান নূর, ঢাকা
আর্থিক প্রতিবেদনে কোম্পানির ৫৮ কোটি ৬৭ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে; কিন্তু সেসব সম্পদের বিস্তারিত বিবরণ (ফিক্সড অ্যাসেট রেজিস্টার) নেই। মজুত পণ্যের হিসাবেও রয়েছে কারচুপি। কাঁচামাল কেনার নামে সরানো হয়েছে টাকা। জালিয়াতি করে বাড়িয়ে দেখানো হয়েছে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)। এ রকম অনেক তথ্যের অসংগতি রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেডের আর্থিক হিসাবে। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে।
অভিযোগ উঠেছে, বিনিয়োগকারীদের ঠকাতে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। এ কারণে ঠিকঠাক মুনাফা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ২০১৯ সালে ২ শতাংশ, ২০২০ সালে ১ দশমিক ৬৫ শতাংশ লভ্যাংশ দিলেও এরপর দুই বছর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানি। ২০২৩ সালে নামমাত্র দশমিক ৫ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের।
মুনাফার একটি অংশ কোম্পানিতে রেখে দেওয়া হয়। একে বলা হয় রিটেইন্ড আর্নিংস। কোনো বছর কোম্পানি লোকসান করলে রিটেইন্ড আর্নিংসে সঞ্চিত অর্থ থেকে বিনিয়োগকারীদের মুনাফা দেয় কোম্পানি। নিরীক্ষক জানিয়েছেন, ফু-ওয়াং ফুডসের আর্থিক হিসাবে ১০৭ কোটি ২২ লাখ টাকার ঋণাত্মক রিটেইন্ড আর্নিংস রয়েছে। অর্থাৎ কোম্পানির কোনো মুনাফা জমা নেই, ঘাটতিতে চলছে।
অন্যদিকে রিটেইন্ড আর্নিংসে দেখানো অর্থের মধ্যে ৯৯ লাখ টাকার লোকসান আয়-ব্যয়ের অংশে (ইনকাম স্টেটমেন্ট) দেখানোর পরিবর্তে রিটেইন্ড আর্নিংসে সমন্বয় করা হয়েছিল। এই লোকসান যদি ২০২৩-২৪ অর্থবছরে ইনকাম স্টেটমেন্টে দেখানো হতো, তাহলে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস কমত ৯ পয়সা। এর মানে কোম্পানি কর্তৃপক্ষ লোকসান গোপন করে ইপিএস বাড়িয়ে দেখিয়েছে।
বিষয়টিকে ‘বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেছেন ট্রেজার সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ। আজকের পত্রিকাকে তিনি বলেন, যেসব কোম্পানির আর্থিক হিসাবে এ রকম নয়ছয় রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।
ফু-ওয়াং ফুডস একসময় ভালো ব্যবসা ও মুনাফা করা একটি প্রতিষ্ঠান। কিন্তু এখন সেটি লোকসানে চলছে। তিন বছর ধরে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে কোম্পানিটি।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ৫৮ কোটি ৬৭ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। তবে ওই সম্পদের রেজিস্টার না থাকায় সত্যতা যাচাই করা যায়নি। এ ছাড়া হিসাব মান অনুযায়ী, ৩-৫ বছর অন্তর সম্পদ পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হলেও কোম্পানি কর্তৃপক্ষ ২০১৫ সালের পর আর করেনি।
ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ আর্থিক প্রতিবেদনে ৯ কোটি ১৩ লাখ টাকার মজুত পণ্য দেখিয়েছে। তবে কারখানা সরেজমিনে পরিদর্শনে অসংগতি পেয়েছেন নিরীক্ষক। বিশেষ করে ৩৪০ আইটেমের মধ্যে ১০৪টির কাঁচামাল, বিক্রিযোগ্য পণ্য ও প্যাকিং জিনিসের ক্ষেত্রে অসংগতি পেয়েছেন।
কাঁচামাল কেনার জন্য অগ্রিম ৩ কোটি ২১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ। এর মধ্যে ২ কোটি ৮৮ লাখ টাকাই আগের বছরের। নিরীক্ষককে এই অর্থের বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) সঠিক জবাব দিতে পারেনি। এমনকি কাঁচামাল সরবরাহকারীদের তালিকাও নেই। ফলে ওই অগ্রিম প্রদান করা অর্থের বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
আর্থিক হিসাবে কাঁচামাল সরবরাহকারীরা ১৭ কোটি ৮৬ লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক এ বিষয়ে সত্যতা যাচাইয়ে পাওনাদারদের চিঠি দিলেও ২৭ জনের মধ্যে ১১ জনের পাওনার বিষয়ে সত্যতা পেয়েছে। আর কোম্পানির হিসাবের সঙ্গে ২ কোটি ১৯ লাখ টাকার অসংগতি পেয়েছে।
এসব বিষয়ে জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিয়া মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কোম্পানির সচিব মোহাম্মদ জামানকে অনেকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, জবাবদিহি বাড়ানো ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কাজ করছে বিএসইসি। কোনো কোম্পানির আর্থিক হিসাবে কারচুপি বা অসংগতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফু-ওয়াং ফুডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ছাড়া বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার। গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ পয়সা কমে ১৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
আর্থিক প্রতিবেদনে কোম্পানির ৫৮ কোটি ৬৭ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে; কিন্তু সেসব সম্পদের বিস্তারিত বিবরণ (ফিক্সড অ্যাসেট রেজিস্টার) নেই। মজুত পণ্যের হিসাবেও রয়েছে কারচুপি। কাঁচামাল কেনার নামে সরানো হয়েছে টাকা। জালিয়াতি করে বাড়িয়ে দেখানো হয়েছে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)। এ রকম অনেক তথ্যের অসংগতি রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেডের আর্থিক হিসাবে। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে।
অভিযোগ উঠেছে, বিনিয়োগকারীদের ঠকাতে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। এ কারণে ঠিকঠাক মুনাফা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ২০১৯ সালে ২ শতাংশ, ২০২০ সালে ১ দশমিক ৬৫ শতাংশ লভ্যাংশ দিলেও এরপর দুই বছর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানি। ২০২৩ সালে নামমাত্র দশমিক ৫ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের।
মুনাফার একটি অংশ কোম্পানিতে রেখে দেওয়া হয়। একে বলা হয় রিটেইন্ড আর্নিংস। কোনো বছর কোম্পানি লোকসান করলে রিটেইন্ড আর্নিংসে সঞ্চিত অর্থ থেকে বিনিয়োগকারীদের মুনাফা দেয় কোম্পানি। নিরীক্ষক জানিয়েছেন, ফু-ওয়াং ফুডসের আর্থিক হিসাবে ১০৭ কোটি ২২ লাখ টাকার ঋণাত্মক রিটেইন্ড আর্নিংস রয়েছে। অর্থাৎ কোম্পানির কোনো মুনাফা জমা নেই, ঘাটতিতে চলছে।
অন্যদিকে রিটেইন্ড আর্নিংসে দেখানো অর্থের মধ্যে ৯৯ লাখ টাকার লোকসান আয়-ব্যয়ের অংশে (ইনকাম স্টেটমেন্ট) দেখানোর পরিবর্তে রিটেইন্ড আর্নিংসে সমন্বয় করা হয়েছিল। এই লোকসান যদি ২০২৩-২৪ অর্থবছরে ইনকাম স্টেটমেন্টে দেখানো হতো, তাহলে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস কমত ৯ পয়সা। এর মানে কোম্পানি কর্তৃপক্ষ লোকসান গোপন করে ইপিএস বাড়িয়ে দেখিয়েছে।
বিষয়টিকে ‘বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেছেন ট্রেজার সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ। আজকের পত্রিকাকে তিনি বলেন, যেসব কোম্পানির আর্থিক হিসাবে এ রকম নয়ছয় রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।
ফু-ওয়াং ফুডস একসময় ভালো ব্যবসা ও মুনাফা করা একটি প্রতিষ্ঠান। কিন্তু এখন সেটি লোকসানে চলছে। তিন বছর ধরে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে কোম্পানিটি।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ৫৮ কোটি ৬৭ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। তবে ওই সম্পদের রেজিস্টার না থাকায় সত্যতা যাচাই করা যায়নি। এ ছাড়া হিসাব মান অনুযায়ী, ৩-৫ বছর অন্তর সম্পদ পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হলেও কোম্পানি কর্তৃপক্ষ ২০১৫ সালের পর আর করেনি।
ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ আর্থিক প্রতিবেদনে ৯ কোটি ১৩ লাখ টাকার মজুত পণ্য দেখিয়েছে। তবে কারখানা সরেজমিনে পরিদর্শনে অসংগতি পেয়েছেন নিরীক্ষক। বিশেষ করে ৩৪০ আইটেমের মধ্যে ১০৪টির কাঁচামাল, বিক্রিযোগ্য পণ্য ও প্যাকিং জিনিসের ক্ষেত্রে অসংগতি পেয়েছেন।
কাঁচামাল কেনার জন্য অগ্রিম ৩ কোটি ২১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ। এর মধ্যে ২ কোটি ৮৮ লাখ টাকাই আগের বছরের। নিরীক্ষককে এই অর্থের বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) সঠিক জবাব দিতে পারেনি। এমনকি কাঁচামাল সরবরাহকারীদের তালিকাও নেই। ফলে ওই অগ্রিম প্রদান করা অর্থের বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
আর্থিক হিসাবে কাঁচামাল সরবরাহকারীরা ১৭ কোটি ৮৬ লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক এ বিষয়ে সত্যতা যাচাইয়ে পাওনাদারদের চিঠি দিলেও ২৭ জনের মধ্যে ১১ জনের পাওনার বিষয়ে সত্যতা পেয়েছে। আর কোম্পানির হিসাবের সঙ্গে ২ কোটি ১৯ লাখ টাকার অসংগতি পেয়েছে।
এসব বিষয়ে জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিয়া মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কোম্পানির সচিব মোহাম্মদ জামানকে অনেকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, জবাবদিহি বাড়ানো ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কাজ করছে বিএসইসি। কোনো কোম্পানির আর্থিক হিসাবে কারচুপি বা অসংগতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফু-ওয়াং ফুডের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ছাড়া বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার। গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ পয়সা কমে ১৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৩ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৫ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৫ ঘণ্টা আগে