Ajker Patrika

পাইকারি বাজারে চিনির দাম বস্তায় ৭০ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
পাইকারি বাজারে চিনির দাম বস্তায় ৭০ টাকা বেড়েছে

ঢাকা: রাজধানীর পাইকারি বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম বস্তাপ্রতি ৭০ টাকা বেড়েছে। রাজধানীর পুরান ঢাকার মৌলভী বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহে ৫০ কেজি ওজনের এক বস্তা চিনির দাম ছিল তিন হাজার ২৫০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে তিন হাজার ৩২০ টাকায়। অর্থাৎ বস্তাপ্রতি দাম বেড়েছে ৭০ টাকা।

বাংলাদেশ পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম জানান, মিল মালিকরা আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছেন এ জন্য বাধ্য হয়ে তাঁরা দাম বাড়িয়েছেন।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হিসাব অনুযায়ী গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজার গুলোতে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৮ থেকে ৭০ টাকায়। সংস্থাটির তথ্যনুযায়ী গত এক সপ্তাহ আগেও একই দামে বিক্রি হয়েছে।

বাংলাদেশ কৃষি বিপনন সংস্থা তথ্য অনুযায়ী, দেশে বছরে শ্রেণীর চাহিদা রয়েছে ১৮ লাখ মেট্রিক টন। আর শুধু রমজান মাসের চাহিদা রয়েছে এক লাখ ৩৬ হাজার মেট্রিক টন। গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেশি চিনি আমদানি হয়েছে। পরিমাণ ১৩ লাখ ২৩ হাজার মেট্রিক টন।

সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, চিনিসহ নিত্যপণ্যের দাম সারাবিশ্বেই বেশি। আমদানি মূল্যের উপর নির্ভর করে তাঁরা সে দামে বিক্রি করছে।

বিষয়:

বাজারদর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত