Ajker Patrika

‘বাণিজ্যে সংকট কাটছে দক্ষিণ এশিয়ায়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১: ৫২
‘বাণিজ্যে সংকট কাটছে দক্ষিণ এশিয়ায়’

অনেক সংকট পেরিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে কিছুটা বাণিজ্য সম্পাদন হচ্ছে এবং মার্কেট মেকানিজম কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের (এসএইএস) সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ এশীয় অঞ্চলে সুসংহতি এবং বিভাজন—উভয়ই দেখেছেন জানিয়ে অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘আমি সংহত (ইন্টিগ্রেটেড) দক্ষিণ এশিয়া দেখেছি। মানুষ এই অঞ্চলে মোটামুটি স্বাধীনভাবে ঘুরতে পারত। কিছু সীমাবদ্ধতার মধ্যেও কাজের জন্য যেতে পারত। শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্যও যাওয়া-আসা করতে পারত। পোস্টকলোনিয়াল সময়ে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি সংহত অঞ্চল ছিল। দ্বিতীয় অধ্যায়ও দেখেছি, ষাট-সত্তর দশকে। এই সময়ে কিছুই হয়নি। আমরা অফিশিয়াল পর্যায়ে দক্ষিণ এশিয়াকে টুকরো টুকরো করেছি। এবং সেখানে কোনো ধরনের আলোচনা ও সহযোগিতা ছিল না।’

দক্ষিণ এশীয় অঞ্চলে পারস্পরিক আলোচনার দিকটা উন্মোচিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘বর্তমানে আমাদের মোট বাণিজ্যের ৫ শতাংশ হলেও এটা হচ্ছে। মার্কেট মেকানিজম কাজ করছে।’

দুই দিনব্যাপী এ সম্মেলনে এবারের বিষয় ছিল ‘নতুন পরিপ্রেক্ষিতে জাতীয় ও বৈশ্বিক মাত্রায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার পুনর্বিন্যাস’। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই আয়োজনে এ সম্মেলনের আয়োজন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত