আসাদুজ্জামান নূর, ঢাকা
অর্থনৈতিক টানাপোড়েনে মূল্যস্ফীতি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে পোশাক কেনা কমিয়েছে ওই সব দেশের নাগরিকেরা। চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৬৩ শতাংশ। এতে ইইউয়ে রপ্তানিকারক শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭টিরই রপ্তানি কমেছে। বেড়েছে শুধু তিন দেশের। বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ। ইউরোপিয়ান স্ট্যাটিসটিকস বা ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
ইউরোস্ট্যাটের তথ্যমতে, ৮ মাসে ইইউ বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করেছে ৫ হাজার ৯৩২ কোটি ১৪ লাখ মার্কিন ডলার, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৬ হাজার ১৫৫ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
রপ্তানির শীর্ষে থাকা চীনের পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ১০ শতাংশ। চলতি বছরের ৮ মাসে চীন রপ্তানি করেছে ১ হাজার ৫৬২ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৬২৯ কোটি ২৩ লাখ ডলার। আলোচিত সময়ে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে ১ হাজার ২৯০ কোটি ৬২ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৩৭ কোটি ৮০ লাখ ডলার। রপ্তানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ।
সবচেয়ে বেশি ৯ দশমিক ৩৫ শতাংশ কমে ইন্দোনেশিয়ার রপ্তানি দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৫ লাখ ডলার, ৭ দশমিক ৫২ শতাংশ কমে তুরস্কের ৬৮৪ কোটি ৩ লাখ, ২ দশমিক ৭৩ শতাংশ কমে ভারতের ৩৩৩ কোটি ৮২ লাখ, ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ভিয়েতনামের ২৬৫ কোটি ৩০ লাখ ও ১ দশমিক ৪৫ শতাংশ কমে শ্রীলঙ্কার রপ্তানি হয়েছে ৯০ কোটি ৬৯ লাখ ডলার।
বিপরীতে রপ্তানি বেড়েছে পাকিস্তান, কম্বোডিয়া ও মরক্কোর। সর্বোচ্চ ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে কম্বোডিয়ার ২৫১ কোটি ৩৩ লাখ, ৭ দশমিক ৩২ শতাংশ বেড়ে পাকিস্তানের ২৪৩ কোটি ২৬ লাখ এবং ৬ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে মরক্কোর পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ২০০ কোটি ৭৭ লাখ ডলার।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘আমরা খুব খারাপ করিনি। ওদের যতটুকু ভোগ কমেছে, আমাদের ততটুকু রপ্তানি কমেছে। ভারত, ভিয়েতনাম, চীনেরও কমেছে। তবে উৎপাদন খরচ বেড়ে আমাদের পোশাকের দাম বৃদ্ধির কারণে পাকিস্তান বা কম্বোডিয়াতে ক্রেতা চলে যাচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে।’
অর্থনৈতিক টানাপোড়েনে মূল্যস্ফীতি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে পোশাক কেনা কমিয়েছে ওই সব দেশের নাগরিকেরা। চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৬৩ শতাংশ। এতে ইইউয়ে রপ্তানিকারক শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭টিরই রপ্তানি কমেছে। বেড়েছে শুধু তিন দেশের। বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ। ইউরোপিয়ান স্ট্যাটিসটিকস বা ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
ইউরোস্ট্যাটের তথ্যমতে, ৮ মাসে ইইউ বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করেছে ৫ হাজার ৯৩২ কোটি ১৪ লাখ মার্কিন ডলার, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৬ হাজার ১৫৫ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
রপ্তানির শীর্ষে থাকা চীনের পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ১০ শতাংশ। চলতি বছরের ৮ মাসে চীন রপ্তানি করেছে ১ হাজার ৫৬২ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৬২৯ কোটি ২৩ লাখ ডলার। আলোচিত সময়ে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে ১ হাজার ২৯০ কোটি ৬২ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৩৭ কোটি ৮০ লাখ ডলার। রপ্তানি কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ।
সবচেয়ে বেশি ৯ দশমিক ৩৫ শতাংশ কমে ইন্দোনেশিয়ার রপ্তানি দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৫ লাখ ডলার, ৭ দশমিক ৫২ শতাংশ কমে তুরস্কের ৬৮৪ কোটি ৩ লাখ, ২ দশমিক ৭৩ শতাংশ কমে ভারতের ৩৩৩ কোটি ৮২ লাখ, ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ভিয়েতনামের ২৬৫ কোটি ৩০ লাখ ও ১ দশমিক ৪৫ শতাংশ কমে শ্রীলঙ্কার রপ্তানি হয়েছে ৯০ কোটি ৬৯ লাখ ডলার।
বিপরীতে রপ্তানি বেড়েছে পাকিস্তান, কম্বোডিয়া ও মরক্কোর। সর্বোচ্চ ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে কম্বোডিয়ার ২৫১ কোটি ৩৩ লাখ, ৭ দশমিক ৩২ শতাংশ বেড়ে পাকিস্তানের ২৪৩ কোটি ২৬ লাখ এবং ৬ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে মরক্কোর পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ২০০ কোটি ৭৭ লাখ ডলার।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘আমরা খুব খারাপ করিনি। ওদের যতটুকু ভোগ কমেছে, আমাদের ততটুকু রপ্তানি কমেছে। ভারত, ভিয়েতনাম, চীনেরও কমেছে। তবে উৎপাদন খরচ বেড়ে আমাদের পোশাকের দাম বৃদ্ধির কারণে পাকিস্তান বা কম্বোডিয়াতে ক্রেতা চলে যাচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে।’
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৫ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৭ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৭ ঘণ্টা আগে