বর্তমানে সরকারি আয়ের জোগান বাড়াতে পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর বাজেটে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এরপর লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় কতটা আদায় হলো, তার মূল্যায়ন হচ্ছে ঘোষিত অর্থবছর শেষে। তবে এ ধরনের কর সংস্কৃতির পরিবর্তন দেখতে চান দেশের তরুণ নেতৃত্ব। কেমন দেখতে চান, বলে দিয়েছেন তার উপায়ও। বলেছেন, বর্তমান করকাঠামোর ব্যাপক সংস্কার আনার পাশাপাশি বছর শেষে কর আদায়ের প্রচলিত পদ্ধতিও বদলাতে হবে। প্রয়োজনে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে কর আদায়ের উদ্যোগ নেওয়া যেতে পারে।
গতকাল সোমবার সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়নে ‘তরুণ নেতৃত্বের ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় তরুণ নেতৃত্ব ভাবনা থেকে এ অভিমত উঠে এসেছে।
বিশ্বব্যাংকের সহায়তায় স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রায় ৬০ তরুণ নেতৃত্ব অংশ নেন।
অনুষ্ঠানে তরুণ বক্তারা টেকসই ও জনবান্ধব আর্থিক সংস্কার কার্যক্রমে ‘বাজেটপূর্ব’ আলোচনা বিষয়টি কৌশলপত্রে যুক্ত করার আহ্বান জানান। পরামর্শ দেন কর আদায়ের প্রচলিত পদ্ধতির ব্যাপক সংস্কারের। প্রয়োজনে বছর শেষে কর আদায়ের প্রচলিত পদ্ধতি পরিহার করে প্রয়োজনে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিক কর আদায়ে যাওয়ার পক্ষেও মত দেন তরুণ নেতৃত্ব।
অনুষ্ঠানে দাবি করা হয়, মেগা প্রকল্পের চাপেই দেশ এখন বৈদেশিক ঋণে পড়েছে। এই বাস্তবতায় লোকদেখানো উন্নয়নের নামে মেগা প্রকল্প গ্রহণ এবং তাতে সরকারি অর্থের অপব্যবহার বন্ধ করার পরামর্শ দেন তাঁরা। তাঁরা বলেন, ভবিষ্যতে নেওয়া সরকারি প্রকল্পগুলো হওয়া উচিত জনমুখী এবং অপেক্ষাকৃত ব্যয়সাশ্রয়ী। যেখানে বিতর্ক এড়াতে এ ধরনের আর্থিক পরিকল্পনা ও বাস্তবায়নের কাজে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে ‘ভবিষ্যতের সরকার: অতীতের সরকার থেকে আগামীর সরকার’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের লিড গর্ভন্যান্স স্পেশালিস্ট ও টাকস্ টিম লিডার সুরাইয়া জান্নাত। সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে ‘তরুণ নেতৃবৃন্দের ভাবনা’ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামি মোহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ও জাতীয় কর্মসূচি পরিচালক (এসপিএফএমএস) বিলকিস জাহান রিমি। সভাপতির বক্তব্যে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়ন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নতুন প্রজন্ম কী চায়, তারা কীভাবে দেশ গড়তে চায়, তা বিবেচনায় এনে আর্থিক সংষ্কার করা হলে আর্থিক ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
যুব ও ক্রীড়াসচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে।
উল্লেখ্য, অর্থ বিভাগ বিশ্বব্যাংকের সহায়তায় তৃতীয় সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে। এর আগে সরকার ২০০৭-২০১২ এবং ২০১৬-২০২১ সালের জন্য দুটি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।
পিএফএম সংস্কারকৌশল অংশীজনদের পরামর্শ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা আর্থিক ব্যবস্থাপনাকে টেকসই, স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শক্তিশালী পিএফএম-ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং মানসম্মত সেবা প্রদান করা।
সেই সঙ্গে মধ্যমেয়াদি বাজেটিং এবং ম্যাক্রোইকোনমিক পূর্বাভাসের প্রবর্তন করার পাশাপাশি আইবাস++ (একীভূত বাজেট এবং হিসাবব্যবস্থা)-এর মতো ই-সিস্টেমের মাধ্যমে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনার ডিজিটাইজেশন করা। পাশাপাশি জাতীয় সঞ্চয় স্কিমের অটোমেশন, পেনশন আধুনিকীকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা পরিচালনায় সংস্কার করা।
বর্তমানে সরকারি আয়ের জোগান বাড়াতে পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর বাজেটে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এরপর লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় কতটা আদায় হলো, তার মূল্যায়ন হচ্ছে ঘোষিত অর্থবছর শেষে। তবে এ ধরনের কর সংস্কৃতির পরিবর্তন দেখতে চান দেশের তরুণ নেতৃত্ব। কেমন দেখতে চান, বলে দিয়েছেন তার উপায়ও। বলেছেন, বর্তমান করকাঠামোর ব্যাপক সংস্কার আনার পাশাপাশি বছর শেষে কর আদায়ের প্রচলিত পদ্ধতিও বদলাতে হবে। প্রয়োজনে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে কর আদায়ের উদ্যোগ নেওয়া যেতে পারে।
গতকাল সোমবার সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়নে ‘তরুণ নেতৃত্বের ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় তরুণ নেতৃত্ব ভাবনা থেকে এ অভিমত উঠে এসেছে।
বিশ্বব্যাংকের সহায়তায় স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রায় ৬০ তরুণ নেতৃত্ব অংশ নেন।
অনুষ্ঠানে তরুণ বক্তারা টেকসই ও জনবান্ধব আর্থিক সংস্কার কার্যক্রমে ‘বাজেটপূর্ব’ আলোচনা বিষয়টি কৌশলপত্রে যুক্ত করার আহ্বান জানান। পরামর্শ দেন কর আদায়ের প্রচলিত পদ্ধতির ব্যাপক সংস্কারের। প্রয়োজনে বছর শেষে কর আদায়ের প্রচলিত পদ্ধতি পরিহার করে প্রয়োজনে দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিক কর আদায়ে যাওয়ার পক্ষেও মত দেন তরুণ নেতৃত্ব।
অনুষ্ঠানে দাবি করা হয়, মেগা প্রকল্পের চাপেই দেশ এখন বৈদেশিক ঋণে পড়েছে। এই বাস্তবতায় লোকদেখানো উন্নয়নের নামে মেগা প্রকল্প গ্রহণ এবং তাতে সরকারি অর্থের অপব্যবহার বন্ধ করার পরামর্শ দেন তাঁরা। তাঁরা বলেন, ভবিষ্যতে নেওয়া সরকারি প্রকল্পগুলো হওয়া উচিত জনমুখী এবং অপেক্ষাকৃত ব্যয়সাশ্রয়ী। যেখানে বিতর্ক এড়াতে এ ধরনের আর্থিক পরিকল্পনা ও বাস্তবায়নের কাজে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে ‘ভবিষ্যতের সরকার: অতীতের সরকার থেকে আগামীর সরকার’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের লিড গর্ভন্যান্স স্পেশালিস্ট ও টাকস্ টিম লিডার সুরাইয়া জান্নাত। সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে ‘তরুণ নেতৃবৃন্দের ভাবনা’ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামি মোহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ও জাতীয় কর্মসূচি পরিচালক (এসপিএফএমএস) বিলকিস জাহান রিমি। সভাপতির বক্তব্যে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়ন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নতুন প্রজন্ম কী চায়, তারা কীভাবে দেশ গড়তে চায়, তা বিবেচনায় এনে আর্থিক সংষ্কার করা হলে আর্থিক ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
যুব ও ক্রীড়াসচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সহায়তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে।
উল্লেখ্য, অর্থ বিভাগ বিশ্বব্যাংকের সহায়তায় তৃতীয় সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল ২০২৫-২০৩০ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে। এর আগে সরকার ২০০৭-২০১২ এবং ২০১৬-২০২১ সালের জন্য দুটি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।
পিএফএম সংস্কারকৌশল অংশীজনদের পরামর্শ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা আর্থিক ব্যবস্থাপনাকে টেকসই, স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শক্তিশালী পিএফএম-ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং মানসম্মত সেবা প্রদান করা।
সেই সঙ্গে মধ্যমেয়াদি বাজেটিং এবং ম্যাক্রোইকোনমিক পূর্বাভাসের প্রবর্তন করার পাশাপাশি আইবাস++ (একীভূত বাজেট এবং হিসাবব্যবস্থা)-এর মতো ই-সিস্টেমের মাধ্যমে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনার ডিজিটাইজেশন করা। পাশাপাশি জাতীয় সঞ্চয় স্কিমের অটোমেশন, পেনশন আধুনিকীকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা পরিচালনায় সংস্কার করা।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৬ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৮ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৮ ঘণ্টা আগে