নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। সফরে ব্রিটিশ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় হয়।
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণকেন্দ্রিক ছিল। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন ৭-১০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।’
সফরে এইচএসবিসি, এয়ারবাস, দোহিস্ট গ্রুপ ও ম্যানজিসের মতো শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইউনিভার্সিটি অব লন্ডন ও সিওএএসের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ‘মেড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ১০-১৩ মার্চ যুক্তরাজ্য সফরকালে দেশটির বিনিয়োগবিষয়ক মন্ত্রী ব্যারোনেস গুস্তাফসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। সফরে ব্রিটিশ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় হয়।
বিডার চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি শিল্প ও পরিষেবা খাতে বিনিয়োগ সম্প্রসারণকেন্দ্রিক ছিল। যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন ৭-১০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।’
সফরে এইচএসবিসি, এয়ারবাস, দোহিস্ট গ্রুপ ও ম্যানজিসের মতো শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইউনিভার্সিটি অব লন্ডন ও সিওএএসের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব, গবেষণা সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ‘মেড ইন দ্য ইউকে, সোল্ড টু দ্য ইন্দো-প্যাসিফিক’ রোডশোর অংশ হিসেবে চৌধুরী আশিক মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
৯ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৮ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
২০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
২০ ঘণ্টা আগে