Ajker Patrika

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

এএফপি
ফাইল ছবি
ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাণিজ্যিক বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের সীমা পেরিয়ে আন্তর্জাতিক বিদ্যুৎ বাজারে নেপালের যাত্রার নতুন অধ্যায় সূচিত হলো।

গত রোববার থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে নেপাল। এই বিদ্যুৎ রপ্তানি ৫ বছরের একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় হচ্ছে। গত অক্টোবরে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসায়িক নিগম এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মুখপাত্র রাজন ঢাকাল বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এ বিষয়ে নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খড়কা বলেন, ‘এটি নেপালের জন্য জ্বালানি রপ্তানির যাত্রার সূচনা। আমাদের বিদ্যুৎ উদ্বৃত্ততা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তায় অবদান রাখার অঙ্গীকারেরই প্রতিফলন এটি।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের মাধ্যমে নেপাল তার বিদ্যুৎ অবকাঠামোতে বিপুল অগ্রগতি অর্জন করেছে। একবিংশ শতাব্দীর শুরুতে যেখানে দেশের ৮০ ভাগ মানুষ বিদ্যুৎবিহীন ছিল, সেখানে এখন প্রায় ৩ কোটি জনসংখ্যার প্রায় সবাইকে জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হয়েছে।

বর্তমানে নেপালের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে, যা বর্ষাকালে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি। ২০২১ সালের শেষ দিকে নেপাল প্রথমবার ভারতের কাছে বিদ্যুৎ রপ্তানি শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

এলাকার খবর
Loading...