এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর মধ্য নতুন হুমকি দিয়ে বসেছে মস্কো। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
মস্কো ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে, সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। খবর বিবিসির।
এ ব্যাপারে গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সমুদ্রে মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেই সব দেশকে ইউক্রেনের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। পাশাপাশি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে বলেছেন, বেসমারিক জাহাজের ওপর হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এটি তারই অংশ।
এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওদেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওদেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে গতকাল বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ৭৫ ইউরো। আর ভুট্টার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রেও গমের দাম গতকাল বুধবার ৮ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই আমেরিকায় এক দিনে গমের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর মধ্য নতুন হুমকি দিয়ে বসেছে মস্কো। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
মস্কো ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে, সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। খবর বিবিসির।
এ ব্যাপারে গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সমুদ্রে মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেই সব দেশকে ইউক্রেনের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। পাশাপাশি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে বলেছেন, বেসমারিক জাহাজের ওপর হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এটি তারই অংশ।
এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওদেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওদেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে গতকাল বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ৭৫ ইউরো। আর ভুট্টার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রেও গমের দাম গতকাল বুধবার ৮ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই আমেরিকায় এক দিনে গমের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে