বিজ্ঞপ্তি
দেশের ওয়াক্ফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো ধর্মীয় ও সামাজিক আমানত, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ধর্ম উপদেষ্টা ওয়াক্ফ-সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতোয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করলেও নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
মো. ইউছুফ হারুন ভূঁইয়া অবিলম্বে ওয়াক্ফ সম্পত্তিকে খাস খতিয়ান থেকে আলাদা করা, সারা দেশ থেকে ঢাকায় আগত মোতোয়ালিদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ওয়াক্ফ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।
সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। তিনি এস্টেটগুলোর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে ১৪ দফা দাবি পেশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ওয়াক্ফ প্রতিষ্ঠানের মোতোয়ালিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ ছাড়া উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার।
দেশের ওয়াক্ফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো ধর্মীয় ও সামাজিক আমানত, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় ধর্ম উপদেষ্টা ওয়াক্ফ-সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের সভাপতি এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতোয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটগুলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করলেও নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
মো. ইউছুফ হারুন ভূঁইয়া অবিলম্বে ওয়াক্ফ সম্পত্তিকে খাস খতিয়ান থেকে আলাদা করা, সারা দেশ থেকে ঢাকায় আগত মোতোয়ালিদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ওয়াক্ফ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।
সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন মোতোয়ালি সমিতি বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী। তিনি এস্টেটগুলোর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে ১৪ দফা দাবি পেশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ওয়াক্ফ প্রতিষ্ঠানের মোতোয়ালিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ ছাড়া উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
১৫ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১৭ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১ দিন আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
১ দিন আগে