নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার কোনো রকম কৃপণতা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে বরাদ্দ নির্ধারিত রয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’
আজ মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রায় ৮৫০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ লাখ ১০ টন সার কেনা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির বিষয়ে এসপিএ (সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় ৯ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে, যার প্রভাব সার উৎপাদন ও কৃষি খাতে ইতিবাচক হবে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের মুখোমুখি হন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটিই চূড়ান্ত। নতুন করে কোনো প্রজ্ঞাপন নেই, আগেও ছিল না।
চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ এখন শুরু হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে তা খুব বেশি নয়। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় নয়, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয়পদ্ধতিতে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার কোনো রকম কৃপণতা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে বরাদ্দ নির্ধারিত রয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’
আজ মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রায় ৮৫০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ লাখ ১০ টন সার কেনা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির বিষয়ে এসপিএ (সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় ৯ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে, যার প্রভাব সার উৎপাদন ও কৃষি খাতে ইতিবাচক হবে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের মুখোমুখি হন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটিই চূড়ান্ত। নতুন করে কোনো প্রজ্ঞাপন নেই, আগেও ছিল না।
চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ এখন শুরু হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে তা খুব বেশি নয়। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় নয়, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয়পদ্ধতিতে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে