Ajker Patrika

জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে কার্পণ্য করব না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার কোনো রকম কৃপণতা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে বরাদ্দ নির্ধারিত রয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’

আজ মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রায় ৮৫০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ লাখ ১০ টন সার কেনা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির বিষয়ে এসপিএ (সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় ৯ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে, যার প্রভাব সার উৎপাদন ও কৃষি খাতে ইতিবাচক হবে।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের মুখোমুখি হন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটিই চূড়ান্ত। নতুন করে কোনো প্রজ্ঞাপন নেই, আগেও ছিল না।

চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ এখন শুরু হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে তা খুব বেশি নয়। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় নয়, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয়পদ্ধতিতে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত