নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। তবে চাঙা পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দাপট দেখা যাচ্ছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ শতাংশের বেশি দর বেড়েছে কারসাজির শেয়ার হিসেবে পরিচিত লিগ্যাসি ফুটওয়্যারের। কয়েক দিন ধরেই দর বাড়ছে শেয়ারটির। ১১ জুনে ৫৮ টাকায় বিক্রি হওয়া শেয়ার ৭১ টাকা ছাড়িয়েছে।
একই দিন থেকে ক্রমাগত দর বেড়েছে বিচ হ্যাচারির। এই কোম্পানির শেয়ারদরও কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে আলোচনা রয়েছে। গতকাল প্রায় ১০ শতাংশের কাছাকাছি বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সায়।
লাগাতার দর বাড়ছে লোকসানি দুলামিয়া কটনের। লভ্যাংশ দিতে না পারলেও মাঝেমধ্যে অদৃশ্য কারণে আকাশচুম্বী হয় কোম্পানিটির শেয়ারদর, যা কারসাজির মাধ্যমে হয়ে থাকে বলে মনে করেন বিশ্লেষকেরা। ৭ দশমিক ২৩ শতাংশ বেড়ে কোম্পানির শেয়ারের দাম ঠেকেছে ৬২ টাকা ৬০ পয়সায়।
কয়েক দিন ধরে দর বাড়ার তালিকায় থাকা লোকসানি ফু-ওয়াংয়ের দর বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। ৯ শতাংশ দর বেড়েছে জেড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্বল কোম্পানির রমরমা দেখা যাচ্ছে। লেনদেনের ৮০ শতাংশই ওই সব কোম্পানির।
এসব কোম্পানির দরবৃদ্ধিকে কারসাজি বলে চিহ্নিত করেন আবু আহমেদ। তিনি বলেন, এগুলো জুয়া খেলা। যেসব কোম্পানির অস্তিত্ব নেই, ফাংশন করে না, ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারে না, সেগুলোর শেয়ারের দাম কোথায় (ওপরে) নিয়ে যায়!
গতকাল লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩৭টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৫টির। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এ নিয়ে ১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ১৬ কর্মদিবসের ১৪ দিন উত্থানে যোগ হলো প্রায় ৫২৫ পয়েন্ট। ডিএসই সূচক এর চেয়ে ভালো অবস্থানে ছিল গত ১৩ মে, ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।
দিনভর হাতবদল হয়েছে ১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার। এর আগে গত ৭ মে লেনদেন হাজার কোটি টাকার ঘর পার করেছিল। তারপর গত দুই মাস হাজারের নিচেই ঘোরাফেরা করছিল।
বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। তবে চাঙা পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দাপট দেখা যাচ্ছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ শতাংশের বেশি দর বেড়েছে কারসাজির শেয়ার হিসেবে পরিচিত লিগ্যাসি ফুটওয়্যারের। কয়েক দিন ধরেই দর বাড়ছে শেয়ারটির। ১১ জুনে ৫৮ টাকায় বিক্রি হওয়া শেয়ার ৭১ টাকা ছাড়িয়েছে।
একই দিন থেকে ক্রমাগত দর বেড়েছে বিচ হ্যাচারির। এই কোম্পানির শেয়ারদরও কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে আলোচনা রয়েছে। গতকাল প্রায় ১০ শতাংশের কাছাকাছি বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সায়।
লাগাতার দর বাড়ছে লোকসানি দুলামিয়া কটনের। লভ্যাংশ দিতে না পারলেও মাঝেমধ্যে অদৃশ্য কারণে আকাশচুম্বী হয় কোম্পানিটির শেয়ারদর, যা কারসাজির মাধ্যমে হয়ে থাকে বলে মনে করেন বিশ্লেষকেরা। ৭ দশমিক ২৩ শতাংশ বেড়ে কোম্পানির শেয়ারের দাম ঠেকেছে ৬২ টাকা ৬০ পয়সায়।
কয়েক দিন ধরে দর বাড়ার তালিকায় থাকা লোকসানি ফু-ওয়াংয়ের দর বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। ৯ শতাংশ দর বেড়েছে জেড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্বল কোম্পানির রমরমা দেখা যাচ্ছে। লেনদেনের ৮০ শতাংশই ওই সব কোম্পানির।
এসব কোম্পানির দরবৃদ্ধিকে কারসাজি বলে চিহ্নিত করেন আবু আহমেদ। তিনি বলেন, এগুলো জুয়া খেলা। যেসব কোম্পানির অস্তিত্ব নেই, ফাংশন করে না, ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারে না, সেগুলোর শেয়ারের দাম কোথায় (ওপরে) নিয়ে যায়!
গতকাল লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩৭টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৫টির। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এ নিয়ে ১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ১৬ কর্মদিবসের ১৪ দিন উত্থানে যোগ হলো প্রায় ৫২৫ পয়েন্ট। ডিএসই সূচক এর চেয়ে ভালো অবস্থানে ছিল গত ১৩ মে, ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।
দিনভর হাতবদল হয়েছে ১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার। এর আগে গত ৭ মে লেনদেন হাজার কোটি টাকার ঘর পার করেছিল। তারপর গত দুই মাস হাজারের নিচেই ঘোরাফেরা করছিল।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
৯ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৮ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
২০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
২০ ঘণ্টা আগে