নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। বিশাল এ বাজেটে আয় ও ব্যয়ের অঙ্কের বেশ বড় ফারাক রয়েছে। প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি পূরণে সরকারকে নির্ভর করতে হচ্ছে ব্যাংক ও বিদেশি ঋণের ওপর। এ জন্য মোটা অঙ্কের সুদও পরিশোধ করতে হবে। আসছে বাজেটে শুধু সুদ পরিশোধ খাতে ৮০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। এ বাজেট দেশের ৫১ তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩ তম।
প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ বাবদ খরচ হবে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণের সুদ, আর বিদেশি ঋণের সুদ ৭ হাজার ২০০ কোটি টাকা।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি থাকছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। দেশি-বিদেশি ঋণ থেকে এ অর্থ নেওয়া হবে। ঘাটতি পূরণের জন্য সরকারকে বেশি নির্ভর করতে হবে ব্যাংকিং খাতের ওপর। এই খাত থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্য দেওয়া হচ্ছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ পরিমাণ ছিল ৮৭ হাজার ২৮৭ কোটি টাকা। আর ব্যাংকবহির্ভূত ঋণের মধ্যে শুধু সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ৩২ হাজার কোটি টাকা। এ ছাড়া বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা। এ জন্য গুনতে হবে বড় অঙ্কের সুদ।
এই সম্পর্কিত পড়ুন:
আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। বিশাল এ বাজেটে আয় ও ব্যয়ের অঙ্কের বেশ বড় ফারাক রয়েছে। প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি পূরণে সরকারকে নির্ভর করতে হচ্ছে ব্যাংক ও বিদেশি ঋণের ওপর। এ জন্য মোটা অঙ্কের সুদও পরিশোধ করতে হবে। আসছে বাজেটে শুধু সুদ পরিশোধ খাতে ৮০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জ সামনে রেখে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। এ বাজেট দেশের ৫১ তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩ তম।
প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ বাবদ খরচ হবে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণের সুদ, আর বিদেশি ঋণের সুদ ৭ হাজার ২০০ কোটি টাকা।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতি থাকছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। দেশি-বিদেশি ঋণ থেকে এ অর্থ নেওয়া হবে। ঘাটতি পূরণের জন্য সরকারকে বেশি নির্ভর করতে হবে ব্যাংকিং খাতের ওপর। এই খাত থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্য দেওয়া হচ্ছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ পরিমাণ ছিল ৮৭ হাজার ২৮৭ কোটি টাকা। আর ব্যাংকবহির্ভূত ঋণের মধ্যে শুধু সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ৩২ হাজার কোটি টাকা। এ ছাড়া বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা। এ জন্য গুনতে হবে বড় অঙ্কের সুদ।
এই সম্পর্কিত পড়ুন:
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
৫ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
৭ ঘণ্টা আগে